World

সময় মেপে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া, পিছনে রয়েছে অন্য কারণ

ইউক্রেন কি তবে রাশিয়ার হাত থেকে এবার রেহাই পাবে? রাশিয়া সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর এমনই মনে করতে শুরু করেছিলেন ইউক্রেনবাসী।

ইউক্রেনে লাগাতার হামলা চালাতে চালাতে কি রাশিয়া ক্লান্ত হয়ে পড়েছে? নাকি বিশ্বজুড়ে তাদের বিরুদ্ধে মানুষের বাড়তে থাকা ক্ষোভ, নানা নিষেধাজ্ঞায় জেরবার হয়ে এবার তারা থামতে চাইছে? এমন প্রশ্নই উঠতে শুরু করে রাশিয়ার একটি ঘোষণার পর।

রাশিয়ার সেনা ঘোষণা করে ইউক্রেনের মারিউপুল শহরে শনিবার তারা ৫ ঘণ্টার যুদ্ধ বিরতি রাখবে। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা আক্রমণ চালাবে না।

রাশিয়া অবশ্য এটাও স্পষ্ট করেছে যে এই যুদ্ধবিরতি সাময়িক ও নির্দিষ্ট সময়ের জন্য। ফের তারা যুদ্ধে ফিরবে। তার আগে এই ৫ ঘণ্টা তারা যাবতীয় গোলাগুলি, বোমাবর্ষণ বন্ধ রাখবে যাতে মারিউপুল শহরের বাসিন্দারা শহর ছেড়ে পালিয়ে যেতে পারেন।

শহর ছেড়ে পালানোর জন্য এই ৫ ঘণ্টা যথেষ্ট বলে মনে করছে রাশিয়ার সেনা। ইউক্রেনের বিভিন্ন শহরে নির্বিচারে রাশিয়া বোমাবর্ষণ করেছে। বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে তাতে। যা নিয়ে বিশ্বজুড়ে রাশিয়া প্রবল নিন্দার মুখে পড়েছে।

এছাড়া যুদ্ধ শুরুর আগে রাশিয়া আশ্বাস দিয়েছিল যে তারা কেবল সেনা ঘাঁটি বা সেনাদের ওপর আক্রমণ চালাবে, কোনও সাধারণ মানুষের কোনও ক্ষতি তারা করবেনা।

বাস্তবে কিন্তু রাশিয়ার বোমাবর্ষণ হয়েছে নির্বিচারে। যাতে বহু ইউক্রেনের সাধারণ মানুষের প্রাণ গেছে। এবার সেই বদনাম থেকে বার হতে হামলার আগে শহরের বাসিন্দাদের সতর্ক করে এবং তাঁদের শহর ছাড়তে বলে দিল রাশিয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *