World

মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান, মৃত ৭১

৬৫ জন যাত্রী ও ৬ জন বিমানকর্মীকে নিয়ে মস্কোর ডোমোজেডোভো বিমানবন্দর থেকে আকাশে উড়েছিল সারাতভ এয়ারলাইন্সের অ্যান্টোনভ এএন-১১৮ বিমানটি। ওরস্কগামী বিমানটি আকাশে কিছুক্ষণ ওড়ার পর আচমকাই রামেনস্কি এলাকার ওপর ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি জ্বলন্ত বিমানকে তাঁরা আকাশ থেকে পড়তে দেখেন। এমন এক মর্মান্তিক দুর্ঘটনার পরই এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। যাত্রীদের খোঁজে তল্লাশি শুরু করেন উদ্ধারকারীরা। চেষ্টা চলছে বিমানের ব্ল্যাক বক্সটিকে উদ্ধারের। এলাকা ঘিরে ফেলা হয়েছে। তবে যেভাবে বিমানটি ভেঙে পড়েছে তাতে কারও বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছে রুশ প্রশাসন। ইতিমধ্যেই মৃত যাত্রীদের প্রতি শোকজ্ঞাপন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কিন্তু কেন হল এই দুর্ঘটনা? রুশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, এলাকা জুড়ে বেশ কয়েকদিন ধরেই তুষারপাত অব্যাহত। আবহাওয়া সুবিধের নয়। তাই দৃশ্যমানতার অভাব ঘটে থাকতেই পারে। যা হয়তো এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ হতে পারে। এদিকে উদ্ধারকাজের মধ্যেই তুষারপাত অব্যাহত। ফলে কিছুটা সমস্যা হচ্ছে। ঘটনার খবর পেয়েই ওরস্ক বিমানবন্দরে ভিড় জমান ওই বিমানের যাত্রীদের উদ্বিগ্ন পরিজনেরা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *