Kolkata

রাজ্য কমিটি থেকে সরানো হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে

বারবার বিতর্কে জড়ানো তরুণ সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সিপিএমের রাজ্য কমিটি থেকে সরানোর সিদ্ধান্ত নিল দল। কখনও বহুমূল্য পেন তো কখনও অ্যাপল ওয়াচের মত হাতঘড়ি। তাঁর বিলাসবহুল জীবন নিয়ে একের পর এক বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্নেহভাজন বলে পরিচিত ঋতব্রত।

তাঁর জীবনধারণের সঙ্গে একজন কমিউনিস্ট নেতার জীবনের কোনও মিল নেই বলে দলের ভিতরে, বাইরে সমালোচনার ঝড় ওঠে। তাঁর বুক পকেটে শোভা পাওয়া বহুমূল্য পেন ও হাতঘড়ি নিয়ে এক তথ্যপ্রযুক্তি কর্মী সোশ্যাল সাইটে সমালোচনা করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি তাঁর সংস্থার কর্তাকে চিঠি পাঠান ঋতব্রত।

সে খবর সামনে আসতে একদফা দলের একাংশের রোষানলে পড়েন তিনি। ৩ মাসের জন্য তাঁকে দল থেকে বহিষ্কারও করা হয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সব অভিযোগ খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটিও তৈরি করে দল। কমিটিতে ছিলেন মহম্মদ সেলিম, মৃদুল দে ও মদন ঘোষ। সেই কমিটিই শেষ পর্যন্ত তাঁকে রাজ্য কমিটি থেকে বার করার সিদ্ধান্ত নিল।

যদিও দলের একাংশের কাছে এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য হয়নি। তাঁদের দাবি, ঋতব্রত দলের তরুণ মুখ। ভাল কথা বলতে পারেন। এমন এক নেতাকে দলে এত কড়া শাস্তির মুখে পড়তে হওয়া দলেরই ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *