Kolkata

উর্ধ্বাংশ অনাবৃত অবস্থায় রেড রোড থেকে গ্রেফতার তরুণী

দেহের উর্ধ্বাংশ সম্পূর্ণ অনাবৃত। সেই অবস্থায় এক তরুণীকে রেড রোড থেকে গ্রেফতার করল পুলিশ।

Published by
News Desk

কলকাতা : গত মঙ্গলবার রাত। কলকাতার অন্যতম রাজপথ রেড রোড ধরে তখনও ছুটে চলেছে গাড়ি। তখনই পথ চলতি এবং গাড়িতে যাওয়া অনেকের নজর যায় এক তরুণীর দিকে। যাঁর শরীরের উপরের অংশ সম্পূর্ণ অনাবৃত। তরুণী রাস্তার ওপর ঘুরছেন। কিছু ক্ষেত্রে গাড়িও থমকে যাচ্ছে তাঁকে বাঁচাতে। শহরের রাজপথে এমন অবস্থায় এক তরুণীকে দেখে অনেকেই হতভম্ব হয়ে যান। তরুণীর হাঁটাচলা দেখে অনেকের মনে হয় তিনি নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন। পথ চলতিরাই খবর দেন পুলিশে।

পুলিশ দ্রুত সেখানে হাজির হয়ে ওই তরুণীকে গ্রেফতার করে। তরুণী মদ্যপ অবস্থায় ছিলেন। জানা যাচ্ছে ওই তরুণী কলকাতার পদ্মপুকুর এলাকার বাসিন্দা। বাবা-মায়ের সঙ্গে থাকেন তিনি। মঙ্গলবার সন্ধেয় তাঁর পুরুষ বন্ধুদের একজনের সঙ্গে ময়দান এলাকায় আসেন। পুলিশের অনুমান ময়দানেরই কোথাও একটা বসে ওই পুরুষ বন্ধুর সঙ্গে মদ্যপান করেন ওই তরুণী।

মদের নেশা এতটাই ছিল যে তরুণী রাস্তায় সোজা হয়ে ভাল করে দাঁড়াতেও পারছিলেননা। কিন্তু কীভাবে তাঁর দেহের উর্ধ্বাংশের পোশাক সম্পূর্ণ খোলা হল তা পুলিশের কাছে পরিস্কার নয়। তবে রাস্তায় যান চলাচল ওই তরুণীর জন্য ঠিকঠাক হতে পারছিলনা। থমকে দাঁড়াতে বাধ্য হচ্ছিল গাড়ি। এক সাধারণ পরিবারের তরুণী এভাবে কলকাতার রাস্তায় ঘুরছেন, এমন ঘটনা অবশ্যই সকলকে হতবাক করেছে।

Share
Published by
News Desk