Entertainment

হানিপ্রীত তাঁর ‘সতীন’ হওয়ার ভয় পেত, চাঞ্চল্যকর দাবি রাখি সাওয়ান্তের

একজন সবসময় বিতর্ককে সাথেই নিয়েই চলতে ভালোবাসেন। আর একজনের নাম উচ্চারণমাত্রেই ‘বিতর্ক’ তৈরি হয়। প্রথমজন হলেন দেশবাসীর কাছে ‘ড্রামা কুইন’ হিসেবে পরিচিত রাখি সাওয়ান্ত। আর দ্বিতীয় জন ডেরা সচ্চা সৌদার ‘কলঙ্কিত’ গুরু রাম রহিমের ‘দত্তক’ কন্যা হানিপ্রীত ইনসান। এই দুই বিতর্কিত মহিলা এবার একে অপরের যুযুধান প্রতিপক্ষ। তবে সেই লড়াইয়ে হুংকার এসেছে হানিপ্রীতের তরফ থেকেই। কারণটা অবশ্যই রাখির বেফাঁস মন্তব্য। যার জন্য ক্ষমা না চাইলে ৫ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হতে পারে তাঁকে।

ডেরা সচ্চা সৌদার জীবন অবলম্বনে নির্মিত ছবিতে অভিনয় করতে চলেছেন রাখি। সেই বিষয়ে কথা বলতে গিয়েই রাম রহিমের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা জানান রাখি। স্বঘোষিত গুরু রাম রহিমের সাথে তাঁর সম্পর্ক ভালোভাবে নেয়নি হানিপ্রীত, এমনটাই দাবি করেছেন রাখি। তাঁর এও দাবি, রাখি রাম রহিমকে বিয়ে করে তার ‘সতীন’ হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করেছিলেন হানিপ্রীত।

তাঁর এই মন্তব্যই আগুনে ঘি ঢেলে দেয়। হানিপ্রীত তার পালক বাবার মত জেলে থাকলেও চুপ করে বসে থাকেননি তার মা। মেয়ের সম্মানহানির অভিযোগে সরব হয়েছেন হানিপ্রীতের জন্মদাত্রী মা আশা তানেজা। হয় রাখিকে তাঁর ‘আলটপকা’ মন্তব্যের জন্য ১ মাসের মধ্যে ক্ষমা চাইতে হবে। নাহলে অসম্মানজনক কথা বলার অভিযোগে ৫ কোটি টাকা জরিমানা দিতে হবে। এই মর্মে রাখির কাছে এর মধ্যে আইনি নোটিসও পাঠিয়েছেন হানিপ্রীতের মা। এখন দেখার, এই নতুন সমস্যা কিভাবে সামলান একসময়ে রাম রহিম ঘনিষ্ঠ হওয়ার দাবি করা রাখি সাওয়ান্ত।

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *