Entertainment

সিনেমার শ্যুটিং করতে গিয়ে ছাত্রকে আহত করলেন অভিনেতা

সিনেমার শ্যুটিং যে সবসময় স্টুডিওতেই হয় এমনটা নয়। রাস্তাঘাটেও শ্যুটিং করতে হয়। সেখানেই বলিউডের অন্যতম পরিচিত অভিনেতা কাণ্ড করে বসলেন।


প্রশাসনের কাছ থেকে শ্যুটিংয়ের অনুমতি নেওয়া ছিল আগে থেকেই। সেইমত শ্যুটিংও শুরু হয়েছিল। সকালের দিকে শ্যুটিং। কিন্তু শ্যুটিং দেখতে ভিড় জমে যায়।


খোলা রাস্তায় শ্যুটিং হওয়ায় আশপাশে মানুষের ভিড় নতুন নয়। ফলে সিনেমার কলাকুশলী থেকে অভিনেতা, সকলেই নিজের কাজ করছিলেন। শ্যুটিং শুরুও হয়েছিল।


দৃশ্যটি ছিল অভিনেতা রাজপাল যাদব একটি স্কুটারে করে আসবেন। ক্যামেরা রোল হওয়ার পর অভিনেতা পরিচালকের নির্দেশ মেনে স্কুটার চালিয়ে রাস্তা দিয়ে এগোন।

আর ঠিক সেই সময় তাঁর সামনে এসে পড়ে এক ছাত্র। স্কুটারের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই ছাত্রকে সোজা গিয়ে ধাক্কা মারে স্কুটারটি।


বন্ধ হয়ে যায় শ্যুটিং। স্থানীয়দের সঙ্গে কিঞ্চিত বাদানুবাদেও জড়ান সিনেমার সঙ্গে যুক্ত মানুষজন। বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়। ওই ছাত্র পুলিশে অভিযোগ দায়ের করে যে তাকে রাজপাল যাদব স্কুটারে ধাক্কা মেরেছেন।


পাল্টা রাজপাল যাদবও পুলিশে অভিযোগ জানান যে শ্যুটিংয়ের সময় ওই ছাত্র সামনে এসে পড়ে। ওই ছাত্রের সঙ্গে শ্যুটিংয়ে বাধা সৃষ্টি করছিলেন আরও কয়েকজনও।


পুলিশ পরে জানায়, যে স্কুটারটিতে রাজপাল যাদব চড়ে শ্যুটিং করছিলেন তা বেশ পুরনো মডেল। যার ক্লাচের তারটি কেটে গিয়েছিল। তারফলে ব্রেক ধরেনি। আর ব্রেকে নিয়ন্ত্রণ রাখতে না পারায় স্কুটারটি ছাত্রকে গিয়ে ধাক্কা মারে।

ছাত্রটির শারীরে অবশ্য কোনও আঘাতের চিহ্ন নেই। তবে পুলিশ জানিয়েছে বিষয়টি আরও খতিয়ে দেখা হবে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাটরা এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *