Entertainment

সিনেমার শ্যুটিং নয়, বাস্তবেই জঞ্জালের বস্তা কাঁধে আবর্জনা কুড়োলেন রাজকুমার রাও

সিনেমার শ্যুটিংয়ের প্রয়োজনে নয়। বাস্তবেই বলিউড তারকা রাজকুমার রাওকে দেখা গেল কাঁধে জঞ্জালের বস্তা নিয়ে আবর্জনা সাফ করতে। সঙ্গে ছিলেন আরও ২ পরিচিত মুখ।

সিনেমার প্রয়োজনে অভিনেতাদের চরিত্র ফুটিয়ে তুলতে অনেক কিছু করতে হয়। যা করেন তা বাস্তবে না হলেও ক্যামেরার সামনে তাঁদের করতে হয়। কিন্তু এক্ষেত্রে না সিনেমার শ্যুটিং হচ্ছিল, আর না কোনও পরিচালক রোল ক্যামেরা বলছিলেন। আমজনতার মধ্যেই মিশে কাঁধে জঞ্জালের বস্তা নিয়ে দেখা গেল বলিউড তারকা রাজকুমার রাওকে।

জঞ্জালের বস্তা কাঁধে এগিয়েও চললেন রাজকুমার। তাঁর সঙ্গে ছিলেন ২ অভিনেত্রীও। ছিলেন ঈশা কোপিকর এবং অমৃতা ফড়নবিশ। এঁরাও ওই একই কাজ করলেন। জঞ্জাল কুড়োলেন এবং বস্তায় ভরলেন। কিন্তু কেন সাধ করে এমন কাজে মন দিলেন তথাকথিত সেলেব্রিটিরা?


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গণপতি বিসর্জন সবে শেষ হয়েছে মুম্বই শহরে। গণেশ পুজো এ শহরের সবচেয়ে বড় উৎসব। অনেক গণেশ মূর্তির বিসর্জন হয় বিখ্যাত জুহু বিচে।

বিসর্জনের পর জুহু বিচটি জঞ্জালের স্তূপে পরিণত হয়। সেই জঞ্জাল জুহু বিচের সৌন্দর্য নষ্ট করে। এজন্য বিভিন্ন এনজিও-র সঙ্গে হাত মিলিয়ে সমুদ্রসৈকত সাফাই করতে হাতে হাত লাগিয়ে নেমে পড়লেন রাজকুমার রাও, ঈশা কোপিকরের মত সেলেব্রিটিরা।

সকাল ৭টায় কালো টিশার্টে চোখে রোদ চশমা পরে রাজকুমার রাও নেমে পড়েন জঞ্জাল সাফাইয়ে। সঙ্গে ছিলেন ঈশা ও অমৃতা ফড়নবিশও।

স্বাভাবিকভাবেই পাপারাৎজিরা ঘিরে ধরে ছবি তুলতে থাকেন এঁদের এই বিরল উদ্যোগের। সমুদ্রসৈকতে পড়ে থাকা জঞ্জাল নিজেরা হাতে করে তুলে কাঁধে থাকা বস্তায় পুরে ফেলেন রাজকুমার রাওরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *