Tuesday , June 25 2019
Rajkumar Hirani
ফাইল : রাজকুমার হিরানি, ছবি - আইএএনএস

মুন্না ভাইয়ের পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, দ্বিধাবিভক্ত বলিউড

হ্যাশট্যাগ মি টু আন্দোলনের ঝড়টা বলিউডে তুলেছিলেন কয়েকজন হাতে গোনা অভিনেত্রী। কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছিলেন তাঁরা। কিন্তু তথাকথিত পুরুষ শাসিত বলিউডে তাঁরা খুব একটা গলা চড়াতে পারেননি। আমেরিকাবাসী বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত সম্প্রতি ভারতে এসে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে তোলপাড় ফেলে দেন। আর তাঁর হাত ধরে একের পর এক মহিলা মুখ খুলতে থাকেন। সে তিনি অভিনেত্রী হতে পারেন বা কলাকুশলী অথবা নির্দেশক। একের পর এক নাম তোপের মুখে পড়তে থাকে। যারমধ্যে রয়েছেন অভিনেতা অলোক নাথ, পরিচালক বিকাশ বহল সহ বেশ কয়েকজন। সেই ঝড় কিছুদিন হল সামান্য থামলেও ফের তা মাথাচাড়া দিল মুন্না ভাই-এর পরিচালক রাজকুমার হিরানির নাম যৌন হয়রানিতে জড়ানোয়।

রাজকুমার হিরানির পরিচালনায় ‘সঞ্জু’ সিনেমাটি তৈরি হওয়ার সময় সেই সিনেমা তৈরির টিমের একজন মহিলা অভিযোগ করেন রাজকুমার হিরানি তাঁকে যৌন হয়রানি করেছেন। যাতে হৈচৈ পড়ে যায়। তাঁর সাম্প্রতিক সিনেমা ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’-র পোস্টার থেকে রাজকুমার হিরানির নাম সরিয়ে দেন প্রযোজকরা। অভিযোগ সামনে আসার পর বলিউডের একটা অংশ মুখে কুলুপ এঁটেছে। আর বাকিটা দ্বিধাবিভক্ত। কেউ মনে করছেন রাজকুমার হিরানি অত্যন্ত ভদ্রলোক। তিনি এমন কাজ করতেই পারেননা। অন্যরা মনে করছেন বলিউডে এখনও সামন্ততন্ত্র বজায় রয়েছে। এখানে মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। অনেকে মনে করছেন এভাবে যদি কোনও মহিলা মুখ খুলে থাকেন তাহলে তার পিছনে সত্যতা থাকতেই পারে। কারণ তিনি বলিউডে তাঁর ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়তে পারে জেনেও রাজকুমার হিরানির মত বিশাল নামের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাচ্ছেন। এত কিছুর মধ্যে কিন্তু রাজকুমার হিরানি চুপ করে আছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য না মিথ্যা সে সম্বন্ধে একটাও কথা বলেননি তিনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *