Entertainment

প্রয়াত রাম তেরি গঙ্গা মইলি-র নায়ক

অকালেই চলে গেলেন রাজীব কাপুর। যাঁকে ভারত চেনে ১৯৮৫-র ব্লকবাস্টার সিনেমা রাম তেরি গঙ্গা মইলি-র নায়ক হিসাবে। মঙ্গলবার মুম্বইয়ে মৃত্যু হয় তাঁর।

মুম্বই : ১৯৮৫ সালের কথা। সেসময় একদম অন্য ধারার একটি সিনেমা গোটা ভারত জুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল। রাজ কাপুরের নির্দেশনায় সেই ‘রাম তেরি গঙ্গা মইলি’ সিনেমায় নায়িকার চরিত্রে যেমন নজর কেড়েছিলেন মন্দাকিনী, তেমনই নায়কের চরিত্রে কাপুর পরিবারের ছেলে রাজীব কাপুরের নাম মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল।

নায়িকাকেন্দ্রিক সিনেমা হলেও সেই সিনেমায় রাজীব-মন্দাকিনীর রসায়ন ভারত তো বটেই এমনকি বিদেশেও আলোড়ন ফেলেছিল। ওই সিনেমাই চিনিয়ে দিয়েছিল এক নতুন বলিউড হিরোকে। তিনি রাজীব কাপুর। সেই রাজীব কাপুর চলে গেলেন কার্যত অকালেই। মাত্র ৫৮ বছর বয়সেই জীবনাবসান হল তাঁর।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দাদা ঋষি কাপুর আগের বছরই চলে গেছেন। আর তার প্রায় পিছন পিছন ফের কাপুর পরিবারে নেমে এল শোকের ছায়া। বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন রাজীব। দ্রুত তাঁকে চেম্বুরের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইনলাক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। সম্পর্কে দেওর রাজীবের মৃত্যুর খবর সোশ্যাল সাইটে জানান নীতু কাপুর।

রাজ কাপুরের ৩ ছেলের মধ্যে সবচেয়ে ছোট রাজীবই। বড় ভাই রণধীর কাপুর এবং মেজো ভাই ঋষি কাপুর। রাজীবের মৃত্যুর পর ওই প্রজন্মের কেবল রণধীর কাপুর এখনও জীবিত।

রাজীবের রূপোলী পর্দায় পথ চলা শুরু হয় ১৯৮৩ সালে। ‘এক জান হ্যায় হাম’ নামে একটি সিনেমায় ডেবিউ হয় রাজীবের। কিন্তু সিনেমাটি সেভাবে দর্শক মনে দাগ কাটতে পারেনি। তারপরেই রাজীব অভিনয় করেন রাম তেরি গঙ্গা মইলি সিনেমায়। এরপর থেকে রাজীব কাপুরের নাম ছড়িয়ে পড়ে মুখে মুখে।

রাম তেরি গঙ্গা মইলি-র সাফল্য কিন্তু রাজীবের জন্য বলিউড তারকা হিসাবে খুব লম্বা ইনিংসের সুযোগ তৈরি করে দিতে পারেনি। ‘হাম তো চলে পরদেশ’, ‘মেরা সাথী’ সহ একাধিক সিনেমায় তাঁকে দেখা যায় ঠিকই, কিন্তু কোনও সিনেমাই সেভাবে সাফল্যের মুখ দেখেনি।

রাজীবের শেষ সিনেমা ছিল ‘জমিনদার’। ১৯৯১ সালে সিনেমা ছেড়ে প্রযোজনার কাজে মন দেন রাজীব। প্রযোজক হিসাবে তাঁর প্রথম সিনেমা ‘হীনা’। যে সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেন তাঁর দাদা ঋষি কাপুর।

তবে রাজীব কাপুর ফের রূপোলী পর্দায় ফিরে আসেন ৩০ বছর পর। ‘তুলসীদাস জুনিয়র’ নামে একটি সিনেমায় সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করেন তিনি। সেই রাজীব কাপুর মাত্র ৫৮ বছর বয়সেই চলে গেলেন। চলে গেলেন বলিউডের চিম্পু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More