National

রাফাল চুক্তি নিয়ে প্রশ্ন তোলায় সরানো হল সিবিআই প্রধানকে, দাবি রাহুলের

রাফাল চুক্তি নিয়ে প্রশ্ন তোলায় সিবিআই প্রধান অলোক বর্মাকে সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী। এদিন রাজস্থানে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সামনে রাজস্থানে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে এদিন রাজস্থানের ঝালাওয়ারে জনসভা করছিলেন রাহুল গান্ধী। সেখানেই এমন দাবি করেন তিনি। সিবিআই প্রধান অলোক বর্মা ও তাঁর ঠিক পরেই থাকা রাকেশ আস্থানার মধ্যে ঘুষ নেওয়ার অভিযোগ পাল্টা অভিযোগ চলছিল। তার জেরে তাঁদের ২ জন সহ বেশ কয়েকজন সিবিআই আধিকারিককে ছুটিতে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তকে কার্যত লুফে নিয়ে তাকে প্রচারে কাজে লাগালেন রাহুল গান্ধী। অন্তত এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

পরে ফের ট্যুইটও করেন রাহুল গান্ধী। সেখানে তিনি দাবি করেন, অলোক বর্মা রাফাল চুক্তির কাগজপত্র সংগ্রহ করা শুরু করেছিলেন। তাই তাঁকে জোর করে সরানো হল। রাহুলের দাবি, প্রধানমন্ত্রীর অবস্থান পরিস্কার। যেই রাফাল চুক্তির কাছাকাছি আসার চেষ্টা করবে তাকেই সরিয়ে দেওয়া হবে, মুছে দেওয়া হবে। দেশ এবং সংবিধান ভয়ংকর বিপদের মুখে বলেও ট্যুইটে দাবি করেন রাহুল গান্ধী।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *