Entertainment

সেলফ কোয়ারেন্টিনে আংরেজি মিডিয়ামের অভিনেত্রী

নিজেকে কোয়ারেন্টিনে বন্দি করে ফেললেন আংরেজি মিডিয়াম সিনেমার অভিনেত্রী রাধিকা মদন।

নয়াদিল্লি : লকডাউন ঘোষণার পর থেকে মুম্বইতেই আটকে ছিলেন তিনি। কাজ নেই। কিন্তু বাড়িও ফিরতে পারছেন না। শুধু অপেক্ষা করছিলেন দিল্লি যাওয়ার জন্য বিমানটা কবে চালু হয়। আর তা চালু হতেই আর সময় নষ্ট না করে গত ২৬ মে সোজা মুম্বই থেকে বিমান ধরে দিল্লিতে নিজের বাড়ি পৌঁছন আংরেজি মিডিয়াম সিনেমার অভিনেত্রী রাধিকা মদন।

বাড়ি ফিরে অবশ্য তিনি একদম সরকারি নির্দেশিকা মেনে বাড়িতেই ১৪ দিনের জন্য নিজেকে কোয়ারেন্টিন করেছেন। রাধিকা জানিয়েছেন, এমন এক সময়ে বাড়ি ফেরার অভিজ্ঞতাটাও একদম আলাদা। সকলেই মাস্ক পরে আছেন। হাতে দস্তানা। মাস্কের ওপর ছিল ফেস শিল্ড। তাঁরও তাই ছিল। সেই ছবিও পোস্ট করেন রাধিকা। নিজেও সব নিময় মেনেই বিমানে চড়েন। বিমানে চড়ার আগে ছবি পোস্টও করেন।

রাধিকা আরও জানান, এতদিন পর বাড়ি ফিরে মা ও বাড়ির বাকিদের সঙ্গে একসঙ্গে বসতে ইচ্ছে হয়। তাঁদের কাছে যেতে ইচ্ছা হয়। কিন্তু তিনি নিজেকে ২ সপ্তাহের জন্য কোয়ারেন্টিন করেছেন। ২ সপ্তাহ বাদেই বাড়ির সকলের কাছাকাছি হবেন তিনি। তবে বাড়ি ফেরার আনন্দটাই আলাদা বলে জানিয়েছেন রাধিকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button