Kolkata

নোবেল চুরি কাণ্ডে গ্রেফতার এক বাউল

রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি কাণ্ডে নয়া মোড়। সিআইডি সূত্রের খবর, নোবেল চুরি কাণ্ডে এক বাউল গায়ককে গ্রেফতার করেছে সিআইডির বিশেষ দল। বীরভূম জেলার রূপপুর গ্রামের বাসিন্দা প্রদীপ বাউরি নামে ওই বাউলকে সপ্তাহ দুয়েক আগেই গ্রেফতার করা হয়। সিআইডি সূত্রে খবর, আদালতের অনুমতি সাপেক্ষে নারকো পরীক্ষা করার জন্য প্রদীপ বাউরিকে গুজরাট নিয়ে যাওয়া হবে।

সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে ধৃত বাউল নোবেল চুরিতে তার যোগাযোগের কথা স্বীকার করেছে। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত রূপপুর গ্রামের পঞ্চায়েত প্রধান প্রদীপ বাউরি চোরদের তার বাড়িতে লুকোনোর জায়গা দিয়েছিল বলে স্বীকার করেছে সে। এমনকি চোরেরা যাতে সবার চোখ এড়িয়ে পালাতে পারে তারও বন্দোবস্ত করে দিয়েছিল প্রদীপ। নোবেল চুরির মাস্টারমাইন্ড ছিল এক বাংলাদেশি। চুরিতে যুক্ত ছিল ২ ইউরোপীয়। এমন কথাও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ওই বাউল গায়ক। গত অগাস্টেই বিশ্বভারতীর মিউজিয়াম থেকে চুরি যাওয়া নোবেলের তদন্তভার চেয়ে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই তৈরি হয় সিআইডির বিশেষ দল। তদন্তে নেমে তাদের হাতেই ধরা পড়ে প্রদীপ বাউরি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *