SciTech

দেশের ১০০ তম কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ, ইসরো বলল ‘নিউ ইয়ার গিফট’

দেশের শততম কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ করে নজির গড়ল ইসরো। পিএসএলভি-সি৪০ সহ এদিন আরও ৩০টি কৃত্রিম উপগ্রহ একসঙ্গে মহাকাশে পাঠালেন ইসরোর বিজ্ঞানীরা। একটাই রকেটে সবকটি উপগ্রহ পাড়ি দেয় মহাকাশে। বিশ্ব পর্যবেক্ষক পিএসএলভি ছাড়াও ভারতের ২টি ও ৬টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স ও কোরিয়ার সাকুল্যে ২৮টি কৃত্রিম উপগ্রহ এদিন পাড়ি দিল অন্ধ্রপ্রদেশের শ্রীহোরিকোটা থেকে।

মহাকাশে ছড়িয়ে থাকা আবর্জনা থেকে বাঁচাতে ১ মিনিট পর ছাড়া হয় রকেটটিকে। সকাল ৯টা ২৯ মিনিটে পাড়ি দেয় ভারতের তৈরি এই রকেট। যদিও এই উৎক্ষেপণ ও প্রতিস্থাপন নিশ্চিত করা সহজ কাজ ছিলনা। কারণ এই প্রথম ১টি রকেটে গেলেও ২টি আলাদা কক্ষে কৃত্রিম উপগ্রহগুলি প্রতিস্থাপিত হল। ১টি প্রতিস্থাপিত হল ভূপৃষ্ঠ থেকে ৩৫৯ কিলোমিটার উপরে। বাকি ২৯টি প্রতিস্থাপিত হল ৫৫০ কিলোমিটার উপরে। ২ ঘণ্টা ২১ মিনিটে ২টি কক্ষে সবকটি কৃত্রিম উপগ্রহের সঠিক প্রতিস্থাপন সম্পূর্ণ হয়।


গত ৩১ অগাস্ট আইআরএনএসএস-১এইচ নামে দেশীয় প্রযুক্তিতে তৈরি কৃত্রিম উপগ্রহটির উৎক্ষেপণ ব্যর্থ হয়। ফলে এবার কিছুটা চাপেই ছিলেন বিজ্ঞানীরা। তবে কথায় বলে যার শেষ ভল তার সব ভাল। সেটাই হয়েছে। ইসরো এদিন সম্পূর্ণ সফল। এদিনের সফল উৎক্ষেপণকে দেশবাসীর জন্য তাদের তরফ থেকে নিউ ইয়ার গিফট বলে জানিয়েছে ইসরো। এই সাফল্যের জন্য এদিন ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button