World

গভীর রাতে কেঁপে উঠল মায়ানমার, কম্পনের মাত্রা ৬

মাঝখানে ২ বছরের বিরতি। ২০১৬-র পর ২০১৮-য় আবার ভূমিকম্পের আতঙ্ক ফিরল মায়ানমারে। শুক্রবার মাঝরাতে আচমকাই কাঁপতে শুরু করে ফায়ু ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ঘরবাড়ি। একবার নয়, পরপর ৩ বার। ভূকম্পের কবলে পড়া এলাকার লোকজন তখন যে যার ঘরে ঘুমে মগ্ন। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল হুড়মুড়িয়ে ঘুম তেকে উঠে পড়েন তাঁরা। ভূমিকম্প হচ্ছে এটা বোঝার জন্য ক্ষমের অপেক্ষা। তারপরই আতঙ্কে মানুষজন ঘর ছেড়ে শীতের রাতে নেমে আসেন রাস্তায়।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা রেকর্ড হয়েছে ৬। উৎসস্থল মায়ানমারের পশ্চিমাংশের শহর ফায়ু থেকে আরও ৪০ কিলোমিটার দূরে। মাটির নিচে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। এখনও অবধি হতাহত বা ব্যাপক ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মায়ানমার প্রশাসনের তরফে যদিও সবরকম সতর্কতা গ্রহণ করা হয়েছে। ভূমিকম্পের ফলে কি কি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাও খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। কম্পনের জেরে বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ২দিন আগেই কেঁপে উঠেছিল হন্ডুরাস। সেটাও ছিল তীব্র কম্পন। এদিন মায়ানমারে যে কম্পনের মাত্রা রেকর্ড হল তাও তীব্র কম্পনের আওতাতেই পড়ে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button