Monday , April 23 2018
Accident

পুরীর পথে দুর্ঘটনা, মৃত প্রাক্তন ফুটবলার সহ ৬

পুরী যাওয়ার পথে মৃত্যু হল ৬ জনের। এঁদের মধ্যে একজন প্রাক্তন জাতীয় ফুটবল খেলোয়াড়। মৃতেরা প্রত্যেকেই বাগুইআটির বাসিন্দা। দুটি গাড়িতে পুরীর উদ্দেশে রওনা হন এঁরা। পুলিশ সূত্রের খবর, ওড়িশার জাজপুরের কাছে নেউলাপুরে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয় ৬ জনের। এঁদের মধ্যে প্রলয় সাহাও ছিলেন। ইস্টবেঙ্গলের স্টপার হিসাবে দীর্ঘসময় খেলেছেন তিনি। জাতীয় দলের হয়েও ৪০টির বেশি ম্যাচ খেলেছেন বাংলার এই স্টপার। তাঁর মৃত্যুতে ময়দানে শোকের ছায়া নেমে আসে। বাগুইআটির দেশবন্ধু নগরের বাসিন্দা ছিলেন প্রলয়বাবু।

About News Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *