Entertainment

মাথায় গ্লাস ভাঙলেন প্রিয়াঙ্কা চোপড়া! ভিডিও ভাইরাল

হাতে একটা ওয়াইনের গ্লাস। মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে মুড ভাল নেই। ওই গ্লাস থেকে এবার কোনও পানীয় এক চুমুক খেলেন তিনি। কিছুক্ষণের অপেক্ষা। তারপর আচমকাই নিজের মাথায় সজোরে আঘাত করলেন গ্লাসটা দিয়ে। ভেঙে চুরমার হয়ে গেল কাচের গ্লাস। নাঃ, কোনও হেলদোল নেই। বরং এবার হাতে থাকা ভাঙা গ্লাসের অবশিষ্ট অংশটা একবার সামনের দিকে তুলে ধরলেন তিনি। মুখে স্পষ্ট ফুটে উঠল চাপা রাগ। তারপর বেরিয়ে গেলেন ফ্রেম থেকে। এই ভিডিও এখন ভাইরাল। আর যিনি নিজের মাথায় কাচের গ্লাস ভাঙলেন তিনি আর কেউ নন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া।

নিউ ইয়র্কে থাকা প্রিয়াঙ্কার নাকি দিনটাই খারাপ গেছে। তাই এই কাণ্ড! পাশাপাশি বাড়িতে এসব চেষ্টা করতে বিধিসম্মত সতর্কীকরণও দিয়েছেন তিনি। সোশ্যাল সাইটে প্রকাশিত ভিডিওর নিচে লেখা আছে এসব বাড়িতে যেন কেউ চেষ্টা না করেন। যদিও তাঁর গ্লাস ভাঙার পর অভিব্যক্তি দেখে অনেকেই পরিস্কার যে এটা একটা স্টান্ট। এখন গ্লাসটা কাচেরই না চিনির তৈরি তা এখনও পরিস্কার নয়। আবার অনেকে প্রিয়াঙ্কাকে এমন কাণ্ড করতে মানা করেছেন। এতে তাঁর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর অনেক অনুরাগী।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *