প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে শেষ। এলাহি এই বিয়েতে নবদম্পতিকে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার মার্কিন সংবাদপত্রে এই বিয়ে নিয়ে প্রিয়াঙ্কাকে কটাক্ষ করে একটি প্রবন্ধ নিয়েও তোলপাড় শুরু হয়েছে। যেখানে বিয়ের নামে প্রিয়াঙ্কা নিককে সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করছেন বলে কড়া সমালোচনা করা হয়েছে। এরমধ্যেই সদ্যবিবাহিতা প্রিয়াঙ্কার জন্য একটা সুখবর উড়ে এল সাগরপার থেকে। ফোর্বস পত্রিকার বিচারে ২০১৮ সালে বিশ্বের ক্ষমতাশালী মহিলাদের প্রথম ১০০ জনের মধ্যে স্থান হল প্রিয়াঙ্কার। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য এই সম্মান পেলেন তিনি।
প্রিয়াঙ্কার ২০১৮-র তালিকায় ৯৪ নম্বরে জায়গা হয়েছে। নিঃসন্দেহে এটা প্রিয়াঙ্কার জন্য খুব বড় সুখবর। খবর পেয়ে সোশ্যাল সাইটে ফোর্বস পত্রিকাকে এই সম্মান তাঁকে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন দেশি গার্ল।













