Kolkata

রাতেই কলকাতায় আসল দেহ, মঙ্গলবার শেষকৃত্য

প্রিয়রঞ্জন দাশমুন্সির মরদেহে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানালেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী সহ কংগ্রেসের বহু প্রথমসারির নেতা। সোমবার বেলা ১২টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। বিকেলে হাসপাতাল থেকে দেহ প্রথমেই আনা হয় দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও ছেলে। রাতে প্রিয়রঞ্জন দাশমুন্সির মরদেহ নিয়ে কলকাতা রওনা হন তাঁর পরিবার। গভীর রাতে কলকাতায় পৌঁছয় দেহ। রাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। রাতে প্রিয়রঞ্জনের দেহ পিস হাভেনে শায়িত ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রিয়রঞ্জন দাশমুন্সির দেহ শায়িত থাকবে প্রদেশ কংগ্রেসের কার্যালয় বিধান ভবনে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন সকলেই।

বিরোধী নেতারা যাঁরা তাঁকে শেষশ্রদ্ধা জ্ঞাপন করতে ইচ্ছুক, তাঁদের বিধান ভবনে আসার জন্য অনুরোধ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এরপর বিধান ভবন থেকে দেহ নিয়ে যাওয়া হতে পারে হাইকোর্টে। বেলা ১২টার মধ্যেই আকাশপথে দেহ উড়িয়ে নিয়ে যাওয়া হবে রায়গঞ্জে। তারপর কালিয়াগঞ্জে তাঁর বাড়িতে দেহ রাখা থাকবে মিনিট ২০। পরে রায়গঞ্জে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে রাজ্য সরকারের তরফে তাঁকে গানস্যালুট জানানো হবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *