Entertainment

হাত গুটিয়ে বসে রইলেন নায়ক, পরিচালক, শ্যুটিং ফেলে পরীক্ষা দিতে গেলেন নায়িকা

কলেজে পরীক্ষা ছিল। তাই শ্যুটিংয়ের মাঝেই নায়িকা চলে গেলেন পরীক্ষা দিতে। হাত গুটিয়ে বসে রইলেন নায়ক, পরিচালক সহ গোটা টিম।

সিনেমাটির শ্যুটিং হয়েছিল মূলত ৩টি জায়গায়। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং রাজস্থান। বিদেশের শ্যুটিং পর্ব সেরে গোটা টিম তখন রাজস্থানে। সিনেমার ক্লাইম্যাক্সের শ্যুটিং চলছিল মরুরাজ্যে।

ব্যস্ত শিডিউলে কাজ চলছে। দম ফেলার সময় নেই। ঠিক তার মাঝেই হঠাৎ সিনেমার নায়িকাই বলে বসলেন তাঁর সাইকোলজি-র পরীক্ষা আছে। তাঁকে পরীক্ষা দিতে যেতে হবে। ১ সপ্তাহ আসতে পারবেননা।

প্রাথমিকভাবে মাথায় হাত পড়ে গেল পরিচালক, প্রযোজক থেকে গোটা টিমের। যদিও পরীক্ষা ফেলে সিনেমার শ্যুটিং করতে সেই তরুণী নায়িকাকে আটকাননি কেউ।

সকলে মানিয়ে নিয়েছিলেন এই সমস্যার সঙ্গে। কিন্তু নায়িকা পরীক্ষা দিয়ে ফিরেই ফের শ্যুটিং করেছিলেন। আর তা মেনে নিয়েছিলেন প্রযোজক, পরিচালক।

এ ঘটনা কিন্তু ৯০-এর দশকের শেষের দিকের। কিন্তু তা এতদিন পর সকলের কাছে প্রকাশ করলেন সেদিনের সেই পরীক্ষা দিতে যাওয়া নায়িকা প্রীতি জিন্টা।

ভারতীয় সিনেমায় নায়িকাদের তালিকায় প্রথমসারিতেই আছেন তিনি। এতদিন পর সেদিন তাঁকে শ্যুটিং মাঝপথে ফেলে পরীক্ষা দিতে যেতে দেওয়ার জন্য প্রযোজক, পরিচালকদের ধন্যবাদ জানিয়েছেন প্রীতি।

১৯৯৮ সালে মুক্তি পায় সোলজার সিনেমাটি। আব্বাস-মস্তান পরিচালিত এই টানটান সিনেমায় প্রীতির বিপরীতে ছিলেন বলিউড তারকা ববি দেওল। সুপারহিট সিনেমাটির ক্লাইম্যাক্সের শ্যুটিং হয়েছিল রাজস্থানে।

সেখানেই ১ সপ্তাহের জন্য পরীক্ষা দিতে শ্যুটিং মাঝপথে ফেলে চলে যান প্রায় নবাগতা প্রীতি। সোশ্যাল মিডিয়ায় সেদিনের সেই ঘটনার কথা জানিয়ে প্রযোজক, পরিচালক সহ ববি দেওলকেও ধন্যবাদ জানিয়েছেন প্রীতি জিন্টা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button