Sports

সংকটজনক ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়

গত সোমবার থেকেই ভারতীয় ফুটবলের অন্যতম কিংবদন্তী পিকে বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। তারপর থেকে টানা ভেন্টিলেটরেই রয়েছেনই তিনি। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তাঁকে রক্ত দিতে হয়েছে। তাঁর অবস্থা অতি সংকটজনক বলেই হাসপাতাল জানিয়েছে। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল প্যানেল তৈরি করা হয়েছে।

বাংলার ফুটবলের যে কটি নাম চিরদিন ইতিহাসের পাতায় থেকে যাবে তাঁদের একজন অবশ্যই পিকে বন্দ্যোপাধ্যায়। সেই মানুষটির শারীরিক পরিস্থিতি নিয়ে গোটা ময়দান চিন্তায়। আইসিইউ-তে ভেন্টিলেটরে রয়েছেন এই তারকা ফুটবলার। গত ১ মাস ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছেন পিকে বন্দ্যোপাধ্যায়। তাঁর চিকিৎসা চলছিল। বছরের শুরুতেও একবার হাসপাতালে ভর্তি হন তিনি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গত জানুয়ারি মাসে ৮৩ বছর বয়স্ক পিকে বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নানা সমস্যা নিয়ে ভর্তি হন তিনি। তাঁর শরীরের টাল ছিলনা। ইউরিনের সমস্যা ছিল। এছাড়া পারকিনসন রোগে আক্রান্ত তিনি। তাঁকে কাবু করেছে ডিমেনশিয়া। সব মিলিয়ে জানুয়ারিতে যখন তিনি হাসপাতালে ভর্তি হন তখনও তাঁর শারীরিক পরিস্থিতি ভাল ছিলনা। যদিও গত ২৩ জানুয়ারি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। তারপর এবার ফের ভর্তি করে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে পাঠাতে হল চিকিৎসকদের। তাঁর জন্য উদ্বিগ্ন ফুটবলপ্রেমী বঙ্গবাসী।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *