Entertainment

ফের ক্যামেরার লেন্স আটকে গেল পুনম পাণ্ডেতেই


দ্যা জার্নি অফ কার্মা। এটাই তাঁর আসন্ন সিনেমার নাম। যে সিনেমায় কার্যত দর্শকদের ফোকাসে থাকতে চলেছেন হয়তো তিনিই। তিনি পুনম পাণ্ডে। যাঁর রূপের ছটায়, শরীরী বিভঙ্গে ইতিমধ্যেই কাত দেশবাসী। সেই পুনম পাণ্ডে সম্প্রতি ক্যামেরার সব আলোটুকু নিংড়ে নিলেন তাঁর রূপের যাদুতে।


Poonam Pandey
দ্যা জার্নি অফ কার্মা ছবির প্রচারে পুনম পাণ্ডে, ছবি – আইএএনএস

‘দ্যা জার্নি অফ কার্মা’ এক নিম্নবিত্ত মেয়ের উত্থানের গল্প। যে পড়াশোনায় তুখোড়। বুদ্ধিতে তীক্ষ্ণ। তার স্বপ্ন য়ে আমেরিকায় যাবে। সেই চরিত্রেই দেখা যাবে পুনম পাণ্ডেকে। অন্যদিকে সিনেমায় একটা বড় অংশ জুড়ে রয়েছেন এক রহস্যময় ব্যক্তি। যাঁর সঙ্গে পুনমের বয়সের ফারাক বিশাল। অন্য ঘরানার গল্প নিয়ে তৈরি এই সিনেমার প্রচারে এখন ব্যস্ত পুনম। এখন দেখার তাঁর অভিনয় প্রতিভা না রূপের ছটা কার টানে হলমুখী হন দর্শক।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *