SciTech

আবিষ্কারের পর থেকে সূর্যকে একবারও প্রদক্ষিণ করেনি প্লুটো, কারণটা চমকপ্রদ

প্লুটোকে মানুষ চেনার পর থেকে এখনও পর্যন্ত একবারও সূর্যকে প্রদক্ষিণ করেনি এই বামন গ্রহ। কেন এমনটা হয়েছে তার কারণটা বেশ চমকপ্রদ।

সৌরমণ্ডলের সবচেয়ে শেষে প্লুটো নামে একটি গ্রহ রয়েছে বলে আবিষ্কারের পর থেকে মনে করা হত। কিন্তু ২০০৬ সালে সেই ব্যাখ্যা বদলে যায়। ২০০৬ পর্যন্ত বইতে সৌরমণ্ডলের ৯টি গ্রহের কথা বলা হলেও তারপর থেকে প্লুটো পূর্ণ গ্রহ নয়।

গ্রহ হিসাবে পরিগণিত হতে গেলে যে শর্তগুলি পূরণ হওয়া দরকার, তার সবকটি শর্ত প্লুটো পূরণ করছেনা। এই যুক্তিতে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের বিজ্ঞানীরা ২০০৬ সালে প্লুটোকে পূর্ণ গ্রহের মর্যাদা থেকে সরিয়ে দেন। তাকে ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ হিসাবে ব্যাখ্যা করেন তাঁরা।

ফলে সূর্যের নবগ্রহের চিরাচরিত ব্যাখ্যা বদলে ২০০৬-এর পর থেকে হয়ে যায় ৮টি গ্রহ। কিন্তু গ্রহের মর্যাদা না থাকলেও প্লুটো কিন্তু অন্য গ্রহদের মতই সূর্যকে তার কক্ষপথ ধরে প্রদক্ষিণ করে চলেছে।

এবার মজার ব্যাপার হল প্লুটো আবিষ্কারের পর থেকে এখনও পর্যন্ত সে একবারও সূর্যকে প্রদক্ষিণ করে উঠতে পারেনি। প্লুটো আবিষ্কার হয় ১৯৩০ সালে। তারপর থেকে এখনও প্লুটো সূর্যকে প্রদক্ষিণ করে উঠতে পারল না।

এর পিছনে একটা বড় কারণ হল প্লুটো তার কক্ষে খুব ধীর গতিতে এগোয়। তাই সূর্যকে একবার প্রদক্ষিণ করতে তার সময় লাগে ২৪৮ বছর ৯ মাস।

১৯৩০-এ প্লুটোকে মানুষ চেনার পর থেকে এখনও সেই ২৪৮ বছর পার হয়নি। ফলে প্লুটোর সঙ্গে মানুষ পরিচিত হওয়ার পর এখনও প্লুটো সূর্যকে একবারের জন্যও প্রদক্ষিণ সম্পূর্ণ করতে পারেনি। হিসাব বলছে ২১৭৮ সালে প্লুটো ফের ১৯৩০ সালে তাকে চেনার সময় যেখানে ছিল সেখানে ফিরে আসবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *