National

পয়লা মে থেকে প্রতিদিন বদলাবে পেট্রোল, ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রতিদিন জ্বালানির দাম বদলানো নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার তা বাস্তব রূপ নিতে চলেছে। আগামী পয়লা মে থেকে পেট্রোল ও ডিজেলের দাম প্রাত্যহিক পরিবর্তিত হবে। আর তা করা হবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উত্থান পতনের সঙ্গে সামঞ্জস্য রেখেই। তবে পয়লা মে থেকে দেশের সব পেট্রোল পাম্পে এই নিয়ম কার্যকর হচ্ছে না।

আপাতত ৫টি শহর বেছে নিয়ে এই কাজ শুরু করছে তেল সংস্থাগুলি। পাঁচটি শহর হল পুডুচেরি, চণ্ডীগড়, ভাইজাগ, উদয়পুর ও জামশেদপুরে। ক্রমে পুরো দেশে ছড়িয়ে দেওয়া হবে এই প্রাত্যহিক দাম পরিবর্তনের নিয়ম। বর্তমানে প্রতি মাসের ১ ও ১৬ তারিখ দাম বদলায় তেল সংস্থাগুলি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button