Lifestyle

গ্রামের সুন্দরীরা একটি চৌকো জায়গায় হাঁটতে থাকেন, হাতে থাকে বিশেষ আনাজ

এও একটি সুন্দরী প্রতিযোগিতা। তবে একটু অন্যরকম। চেনা সুন্দরী প্রতিযোগিতা নয়। এখানে সুন্দরীদের হাতে থাকে বিশেষ আনাজ। যার মাহাত্ম্য এই প্রতিযোগিতায় কম নয়।

Published by
News Desk

গ্রামের সুন্দরী মেয়েরা এক জায়গায় জড়ো হন। তাঁরা তাঁদের সবচেয়ে ভাল পোশাকটা পরে আসেন। সেজে আসেন সুন্দর করে। তাঁদের রূপ নজর কাড়ে।

তবে শুধু এলেই হবেনা। তাঁদের হাঁটতেও হয়। সাধারণত সুন্দরী প্রতিযোগিতায় একটি বিশেষ জায়গায় সুন্দরীদের হেঁটে দেখাতে হয়। নানা প্রশ্নের উত্তরও দিতে হয়।

সেসব জায়গা হয় সুসজ্জিত ঝকঝকে কোনও হোটেল বা স্টেডিয়াম বা অডিটোরিয়াম। কিন্তু এক্ষেত্রে সুন্দরী প্রতিযোগিতা হয় গ্রামের মাঠে। যা দেখতে উপচে পড়ে গোটা গ্রাম এবং আশপাশের গ্রামের মানুষের ভিড়।

সেখানে একটি চৌকো জায়গা তৈরি করা হয়। সেই ঘেরা অংশের মধ্যেই গ্রামের তরুণীদের সুন্দর করে সেজে হাঁটতে হয়। আর সেই চৌকো জায়গার আশপাশে ঘুরে বিচারকরা বিচার করেন।

কিন্তু এখানে শুধুই ওই তরুণীরই সৌন্দর্যের বিচার হয়না। কারণ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণীদের হাতে থাকে একটি আনাজ। যার গুরুত্ব এখানে অপরিসীম।

বিশ্বের প্রায় সর্বত্র জনপ্রিয় আলু থাকে তাঁদের হাতে। তাও যে সে আলু নয়! জমিতে ফলা সবচেয়ে সেরা আলু কৃষকরা নিয়ে আসেন এই সুন্দরী প্রতিযোগিতায়। তারপর তা তুলে দেওয়া হয় একজন করে তরুণীর হাতে।

দক্ষিণ আমেরিকার পেরুর উত্তরপ্রান্তের গ্রামগুলিতে এ এক অতি পরিচিত এবং আকর্ষণীয় সুন্দরী প্রতিযোগিতা। যেখানে শুধু তরুণীর সৌন্দর্যের যাচাই হয়না, মূল্যায়ন হয় তাঁর হাতে থাকা আলুর সৌন্দর্যেরও! এই দুয়ে মিলেই সেরা সুন্দরী বেছে নেওয়া হয়। যেখানে আলুটির সৌন্দর্য বিশেষভাবে বিবেচিত হয়।

Share
Published by
News Desk