World

গহন জঙ্গলে সভ্যতার থেকে দূরে থাকা এই আদিবাসীদের প্রথম দেখল পৃথিবী, বাড়ল চিন্তাও

তারা সভ্যতার থেকে দূরে থাকে। সভ্য মানুষের সংস্পর্শে আসেনা। তাদের পৃথিবীর কেউ দেখেনি। এবার তাদেরই প্রথম ছবি সামনে এল। যা কৌতূহলের সঙ্গে চিন্তাও বাড়াল।

আন্দামানের একটি আদিবাসী গোষ্ঠী সেন্টিনেলিজরা মানুষের সংস্পর্শে আসতে চায়না। কিন্তু তাদের ছবি আগেও দেখা গেছে। কিন্তু পেরুর অ্যামাজনের গহন অরণ্যে আর এক আদিবাসী গোষ্ঠীর বাস যারা কখনও বাকি পৃথিবীর সংস্পর্শে আসেনি। তারা জানেও না ওই জঙ্গলের বাইরে কি আছে।

তারা মাসকো পাইরো নামে খ্যাত। তারা যোদ্ধা। তারা ভয়ংকর। বাইরের মানুষের ধারেকাছেও তারা আসেনা। তাদের ভিডিও কেউ কখনও দেখেননি। কারণ তাদের পর্যন্ত পৌঁছনোই দুঃসাধ্য। হাতে অস্ত্র নিয়ে তারা বাইরের জগতের মানুষকে তাদের থেকে শতক্রোশ দূরে রাখে।

এবার এক সিনেমা পরিচালক পল রোজোলি একটি পডকাস্টে অংশ নিয়ে একটি ভিডিও তুলে ধরলেন। যা পৃথিবীকে স্তম্ভিত করে দিয়েছে। কারণ পৃথিবী এই প্রথম মাসকো পাইরো আদিবাসীদের দেখার সুযোগ পেল। তাদের আচরণ দেখার সুযোগ পেল। একটি ছোট নৌকায় করে এই আদিবাসীদের খাবার পৌঁছে দেওয়ার সময় ভিডিওটি করা হয়।

এই ভিডিও মানুষকে অবাক করলেও অনেক সংগঠন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই জনজাতিটি তাদের মত করে থাকতে পছন্দ করে। তারা বাকি পৃথিবীর সংস্পর্শে আসেনা। কিন্তু এই ভিডিও আগামী দিনে তাদের এই নিশ্চিন্ত একান্তবাসের জন্য মোটেও ভাল নয় বলেই মনে করছেন অনেকে।

আগামী দিনে তাদের শান্তি বিঘ্নিত হতে পারে বলেও আশঙ্কা তাঁদের। তাই পেরু সরকারের কাছে সংগঠনগুলি এই জনজাতির সুরক্ষা ও তাদের ইচ্ছাকে মর্যাদা দেওয়ার আর্জি জানিয়েছেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *