National

আলোচনা করুন, তর্ক করুন, কিন্তু সংসদ অচল করবেন না : প্রধানমন্ত্রী

আলোচনায় অংশ নিন, তর্ক করুন, কিন্তু সংসদ অচল করবেন না। দেশের মানুষের স্বার্থে সংসদকে সুষ্ঠুভাবে চলতে দিন। এদিন বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদে ঢোকার মুখে বিরোধীদের কাছে এমনই আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেন, এবারের বাজেট নতুন বাজেট। এই প্রথম রেল ও সাধারণ বাজেট একসঙ্গে পেশ হতে চলেছে। বাজেট প্রস্তাবের ওপর আলোচনারও বিশাল সুযোগ রয়েছে বিরোধী দলগুলির সামনে। মাঝে একটা কমিটিও রয়েছে। ফলে গঠনমূলকভাবে আলোচনার মধ্যে দিয়ে একটি শক্তিশালী বাজেট চূড়ান্ত করায় তাদের ভূমিকা দলগুলিকে বুঝতে হবে। নোট বাতিলকে কেন্দ্র করে কার্যত গত শীতকালীন অধিবেশন নিষ্ফলাই কেটেছে। আলোচনার সুযোগই হয়নি বিরোধীদের হট্টগোলে। সেই অবস্থা বাজেট অধিবেশনেও যাতে প্রভাব না ফেলতে পারে সেদিকেই চেয়ে কেন্দ্র। কারণ বাজেটের আগেই যেভাবে বিরোধী দলগুলি কোমর বাঁধতে শুরু করেছে তাতে বাজেট অধিবেশনেও আলোচনার বিশেষ সুযোগ মিলবে কিনা তা নিয়ে সন্দিহান সরকার। এদিকে প্রথম দিন ও বাজেট পেশের দিন সংসদ বয়কট করেছে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে বেঙ্কাইয়া কটাক্ষও করেছেন। এদিন কটাক্ষের সুরেই তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের কী বাজেট বরাদ্দের দরকার নেই! তবে কটাক্ষ করলেও এই বয়কটের অশনি সংকেতটাও তাঁর কাছে বেশ পরিস্কার বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *