National

মুখ্যমন্ত্রীর বিমান অবতরণে দেরি, সংসদে সরব তৃণমূল

জ্বালানি কমে এসেছে জেনেও কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানকে দমদম বিমানবন্দরে নামতে দেরি করানো হল? এ প্রশ্ন তুলে এদিন সংসদে ঝড় তুললেন তৃণমূল সাংসদরা। সংসদের দু’কক্ষেই এই প্রশ্ন তোলেন তাঁরা। তবে কী সরকার প্রতিশোধ নিতে ইচ্ছে করে এমন করল? এ প্রশ্নও সরাসরি তুলেছেন তাঁরা। এদিন তৃণমূল সাংসদদের পাশে দাঁড়িয়ে একই প্রশ্নে সরব হয়েছেন কংগ্রেস থেকে অন্যান্য বিরোধী দলের সাংসদরা। গত বুধবার পাটনায় সভা সেরে রাতে কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, তিনি যে বিমানে ছিলেন তাতে জ্বালানি কম হয়ে এসেছিল। পাইলট সেকথা বারবার এটিএসকে জানানো সত্ত্বেও তারা বিমানটিকে দ্রুত অবতরণ না করিয়ে আকাশেই পাক খেতে বাধ্য করে বলে অভিযোগ করে তৃণমূল। তাদের দাবি, নোট বাতিলের প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে সরব হওয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে এসব করা হয়েছে।

 


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *