SciTech

মহাকাশে অন্তরীক্ষ স্টেশন তৈরি করছে ভারত, পাড়ি দিচ্ছে প্রথম অংশ, জানা গেল দিনক্ষণ

ভারত মহাকাশ বিজ্ঞানে পৃথিবীর মধ্যে সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে। একের পর এক চমকে দেওয়া সাফল্যের হাত ধরে এবার অন্তরীক্ষ স্টেশন তৈরি করছে ভারত।

মহাকাশ গবেষণা কেবল পৃথিবীর মাটিতে বসেই হবেনা। যেতে হবে মহাকাশে। সেখানে থেকে যাবতীয় গবেষণা করলে সুবিধা অনেক বেশি। এখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ভেসে বেড়াচ্ছে মহাকাশে। পৃথিবীর মাটি থেকে ৪০০ কিলোমিটার উপরে। তবে সে তো ভারতের নিজস্ব নয়।

ভারত তার নিজের এমনই একটি স্টেশন তৈরি করতে চলেছে মহাকাশে। যার নাম দেওয়া হয়েছে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন। স্বভাবতই প্রশ্ন জাগে কবে এই স্টেশন কার্যকরি হবে?

এটি কিন্তু একবারে তৈরি হবেনা। ধাপে ধাপে এগোবে কাজ। সেই কাজের প্রথম ধাপটি কবে মহাকাশে পাড়ি দেবে সেটা সংসদে আন্দাজ দিলেন মহাকাশ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।

মন্ত্রী জানান, ২০২৮ সালে ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের বেস মডিউল বা বিএএস-১ পাড়ি দেবে মহাকাশে। সেই শুরু। তারপর ধাপে ধাপে মোট ৫টি এমন মডিউল মহাকাশে যাবে ২০৩৫ সালের মধ্যে।

এগুলিই ভারতীয় অন্তরীক্ষ স্টেশনকে পূর্ণ রূপ দিতে সাহায্য করবে। যাবতীয় আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থার বক্তব্য মাথায় রেখেই এই পুরো আয়োজন করা হচ্ছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পুরোপুরি মেনে চলা হচ্ছে।

ইন্ডিয়ান হিউম্যান স্পেস প্রোগ্রাম-কে সামনে রেখেই এই ভারতীয় অন্তরীক্ষ স্টেশন নির্মাণের লক্ষ্যে এগোচ্ছে ভারত। বেস মডিউলটি তৈরির কাজ জোরকদমে চলছে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী।

ভারতীয় অন্তরীক্ষ স্টেশন তৈরি হয়ে গেলে সেখানে মহাকাশচারীরা থেকে গবেষণার কাজ চালাতে পারবেন। ৩ থেকে ৬ মাস পর্যন্ত থাকতে পারবেন তাঁরা। ভারতীয় অন্তরীক্ষ স্টেশনও পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় নির্মাণ করার পরিকল্পনা করেছে ইসরো। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *