ফাঁস হওয়া পানামা পেপারে উঠে আসা ভারতীয় নাগরিকদের বিদেশি অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখবে রিজার্ভ ব্যাঙ্ক। পরীক্ষা করে দেখা হবে সেগুলির বৈধতাও। এদিন দ্বি-মাসিক আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করতে গিয়ে এমনই জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন। রাজন বলেন, রিজার্ভ ব্যাঙ্ক নিজেই পানামা পেপার নিয়ে তৈরি তদন্তকারী দলের একটা অংশ। বিদেশের অ্যাকাউন্ট থাকা প্রায় ৫০০ ভারতীয় নাগরিকের নাম ও অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ফাঁস করে দিয়েছে পানামার একটি ল’ ফার্ম মোসাক ফোনসেকা। ১ কোটি ২৫ লক্ষ ফাঁস হওয়ার তথ্যের মধ্যে যে ৫০০ ভারতীয়ের নাম রয়েছে, তাঁদের মধ্যে বহু প্রথমসারির শিল্পপতি, রাজনীতিবিদ, বলিউড তারকা, ক্রিকেটারের নাম প্রকাশ হয়ে পড়েছে। যাঁদের মধ্যে অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, ডিএলএফের কর্নধার কে পি সিং, শিল্পপতি বিনোদ আদানি সহ বহু নামীদামী ভারতীয়ের নাম সামনে এসেছে।