Lifestyle

ভারতের রাজকীয় ট্রেনে এবার প্রেম করা থেকে বিয়ে করার সুযোগ

এমন ভাবনা সত্যিই অভিনব। তা মেনে নিচ্ছেন সকলেই। সময়ের সঙ্গে পা মিলিয়ে রাজকীয় ট্রেনে এবার অন্য সুযোগ দিচ্ছে ভারতীয় রেল।

সময় বদলেছে। তার মানে বিয়ে বদলায়নি। বদলেছে বিয়ের ধরন। প্রথা, রীতি, সব মেনেই বিয়ে হলেও এখনকার প্রজন্ম নিজের বাড়িতে বা বাড়ি ভাড়া করে সেখানে ছাদনাতলায় সাতপাকে বাঁধা পড়তে নারাজ। তারা চাইছে এমন বিয়ে যা চিরদিন মনে থাকবে। নতুনত্ব বিয়ের খোঁজে অভিনব সব ভাবনা তাদের মাথায় আসছে।

এখন বিয়ে মানে কিছু নতুন প্রবণতাও। যার মধ্যে রয়েছে ডেসটিনেশন ওয়েডিং। বিয়ের আগে অর্থাৎ প্রি-ওয়েডিং ও বিয়ের পরে অর্থাৎ পোস্ট ওয়েডিং ফটোশ্যুট।


সেখানে একদম সিনেমার নায়ক নায়িকার মতই মাখোমাখো প্রেমে মশগুল যুগল নানা ভঙ্গিতে ছবিতে ধরা দিচ্ছেন। বিয়ের জন্য ডেসটিনেশন খুঁজছেন তাঁরা।

নব্য প্রজন্মের সেই বিয়ের ঠিকানা খোঁজায় এবার এগিয়ে এল ভারতীয় রেল। ভারতীয় রেলের বিলাসবহুল পর্যটন ট্রেন প্যালেস অন হুইলস।


এ ট্রেনে ভ্রমণ করতে গেলে মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। এবার এই ট্রেনের কামরাকেই ডেসটিনেশন ওয়েডিং হিসাবে ভাড়া দিতে চলেছে ভারতীয় রেল। সঙ্গে রয়েছে রাজস্থান পর্যটন।

রাজস্থানের বুকে এক রাজকীয় ট্রেনের কামরায় প্রি-ওয়েডিংয়ের ছবি তোলা থেকে শুরু করে বিয়ে এবং তারপর বিয়ের পরের ছবি তোলা সবই করার সুযোগ মিলবে। তাও আবার রাজকীয় কামরার এলাহি বন্দোবস্তে রাজস্থানের নানা প্রান্তে ঘুরতে ঘুরতে।

ভারতের নব্য প্রজন্মের ডেসটিনেশন ওয়েডিংয়ের তালিকায় প্যালেস অন হুইলস যোগ হওয়ার সিদ্ধান্ত ভারতীয় রেলের জন্যও যেমন লাভজনক, তেমন যাঁরা ভাড়া নেবেন তাঁদের জন্য এ এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button