World

সৌদি-মার্কিন নিষেধাজ্ঞা, অস্বস্তিতে পাকিস্তান

Barack Obama Narendra Modiফের অস্বস্তিতে পাকিস্তান। চারজন পাক নাগরিক ও দুটি সন্ত্রাসবাদী সংগঠনের ওপর নিষেধাজ্ঞা জারি করতে হাত মেলাল আমেরিকা ও সৌদি আরব। সৌদি রাজধানী রিয়াধে রওনা দেওয়ার কয়েকঘণ্টা আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অবশ্যই এটা একটা বড় সাফল্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। মার্কিন ট্রেজারি দফতর ও রিয়াধের যৌথ উদ্যোগে আল কায়দা, তালিবান বা লস্কর-ই-তৈবার মত সন্ত্রাসবাদী সংগঠনগুলির অর্থ সংগ্রহকারী ও সহযোগী ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা করা হয়। সন্ত্রাসবাদের শক্তিবৃদ্ধি রুখতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি করেছে ওয়াশিংটন। ওয়াশিংটনে পরমাণু সুরক্ষা সম্মেলনের ফাঁকে এই সিদ্ধান্ত পাকিস্তানের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। সম্মেলনে নামমাত্র হাজিরা দেওয়ার জন্য মাত্র একজনকে প্রতিনিধি করে পাঠিয়েছে ইসলামাবাদ। যা কখনই ভালো চোখে নেয়নি ওয়াশিংটন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *