
পাকিস্তানে বার বার আক্রান্ত হচ্ছেন অভিনেত্রীরা। খাইবার পাখতুনখোওয়া অঞ্চলে একের পর এক হামলার ঘটনা ঘটছে পাক অভিনেত্রীদের ওপর। এবার এক হিংসাত্মক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল অভিনেত্রী ও গায়িকা রেশমার। ঘটনাটি ঘটেছে গত বুধবার পেশোয়ারের হাকিমাবাদ এলাকায়। এই ঘটনায় অভিযোগের তির তাঁর স্বামীর দিকে।
পুশতু গানের জন্য জনপ্রিয় ছিলেন রেশমা। এছাড়া তিনি বিখ্যাত পাকিস্তানি নাটক ‘জোবাল গোলুনা’-তেও অভিনয় করেছিলেন। রেশমা তাঁর স্বামীর চতুর্থ স্ত্রী। যদিও হাকিমাবাদ এলাকায় তাঁর ভাইয়ের সঙ্গে অধিকাংশ সময় থাকতেন রেশমা। এটাই তাঁর মৃত্যুর কারণ বলে মনে করছে পুলিশ। ঘটনার দিন অভিযুক্ত তাঁর বাড়িতে আসে। অভিযোগ তারপর ঘরোয়া বিবাদকে কেন্দ্র করে তাঁর উপর গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রেশমা। ঢলে পড়েন মৃত্যুর কোলে। গুলি চালানোর পর সেখান থেকে পালিয়ে যায় তাঁর স্বামী। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এই ধরণের ঘটনা পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া অঞ্চলে ঘটছে বার বার। রেশমার ঘটনাটি নিয়ে গত ১ বছরে মোট ১৫টি ঘটনা ঘটল অভিনেত্রীদের ওপর হামলার। গত ৩ ফেব্রুয়ারি প্রায় একই রকমের ঘটনায় মৃত্যু হয় মঞ্চ অভিনেত্রী সামবুলের। বার বার বলা সত্ত্বেও একটা প্রাইভেট পার্টিতে সঙ্গ না দেওয়ায় তাঁকে গুলি করে হত্যা করে অভিযুক্ত।

