World

প্রবল বৃষ্টিতে মৃত ১৪

দক্ষিণ এশিয়া জুড়েই এখন ভরা বর্ষা। ভারতের বিভিন্ন প্রান্ত বৃষ্টিতে নাজেহাল। একই অবস্থা প্রতিবেশি পাকিস্তানেরও। পাকিস্তানের পঞ্জাব ও খাইবার পাখতুন প্রদেশের অবস্থা সবচেয়ে শোচনীয়। গত মঙ্গলবার থেকেই পাকিস্তানের একটা বড় অংশ জুড়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। একটানা বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছে। অনেক নিচু এলাকা ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে। পঞ্জাব প্রদেশে একটানা বৃষ্টিতে ১২ জনের মৃত্যু হয়েছে। বাড়ির দেওয়ার ধসে অথবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সকলের। আহত কমপক্ষে ১৭ জন।

একই অবস্থা খাইবার পাখতুন প্রদেশের। এখানেও একটানা বৃষ্টিতে জেরবার আমজনতা। ২ জনের মৃত্যুর খবর মিলেছে। যদিও বেসরকারি মতে পাকিস্তানে শেষ ২ দিনের নাগাড়ে বৃষ্টিতে মৃত্যুর সংখ্যা আরও বেশি। অনেক বাড়ি জলের তোড়ে ধুয়ে গেছে। নিচু এলাকা থেকে মানুষজন অন্যত্র চলে যেতেও শুরু করেছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *