Entertainment

পিছিয়ে গেল ‘পদ্মাবতী’র মুক্তি


বহু বিতর্কের মাঝেও ‘পদ্মাবতী’ সিনেমার মুক্তির দিন ঘোষণা করেছিল প্রযোজক সংস্থা। আগামী ১ ডিসেম্বর ছিল মুক্তির দিন। গোটা দেশ মুখিয়ে ছিল দিনটার জন্য। কিন্তু তার আগে ফিল্মের সার্টিফিকেশন পেতে গিয়ে বিপত্তি। সেন্সর বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় আবেদনপত্রে ত্রুটি রয়েছে। তাই নতুন করে আবেদন করতে হবে। তারপর তা লাইনে পড়বে। সেন্সর বোর্ড সর্বাধিক ৬১ দিন সময় নিতে পারে একটি ফিল্মকে সার্টিফিকেট দিতে। সেই সময়টাও লেগে যেতে পারে। এতে বিভিন্ন মহলে প্রশ্নও ওঠে। অনেকের প্রশ্ন, সেন্সর বোর্ড কারও চাপের মুখে কাজ করছে না তো? এই অবস্থায় ১ ডিসেম্বর আদৌ সিনেমাটি মুক্তি পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। রবিবার সেই সংশয়কে সত্যি করে সিনেমার প্রযোজক সংস্থা জানিয়ে দিল পূর্বঘোষিত দিনে পদ্মাবতী মুক্তি পাচ্ছে না। কবে সিনেমা মুক্তি পাবে তাও তারা পরিস্কার করে কিছু জানায়নি। তবে একথা পরিস্কার করে দিয়েছে যে কোনও চাপের মুখে মুক্তির দিন পিছনোর সিদ্ধান্ত তারা নেয়নি।


সিনেমায় ইতিহাসকে বিকৃত করা হয়েছে বলে দাবি করে ‘পদ্মাবতী’ দেশে ব্যান করার দাবি জানিয়ে সোচ্চার বেশ কয়েকটি সংগঠন। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া পর্যন্ত সেন্সর বোর্ডের কাছে আবেদন করেছেন বিতর্কিত অংশ বাদ দিয়েই যেন এই সিনেমাকে মুক্তি দেওয়া হয়। এই অবস্থায় প্রবল বিতর্কের মুখে মুক্তি পিছিয়ে যাওয়া পদ্মাবতীর ভবিষ্যৎ কি হয় সেদিকেই চেয়ে সকলে।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *