জেল নাকি পাঁচতারা হোটেল, বন্দিদের জন্য সুযোগ সুবিধা দেখলে চোখ কপালে উঠবে
জেল কোনও সুখের জায়গায় নয়। সেখানে বন্দিদের কঠিন পরিস্থিতির মধ্যেই জীবন কাটাতে হয়। কিন্তু এমন একটি জেল রয়েছে যেখানে বন্দিদের সুযোগ সুবিধা পাঁচতারা হোটেলের মত।
আগেকার জেলকেই এখন বলা হয় সংশোধনাগার। সাজার ধরণও এখন অনেকটাই বদলে গিয়েছে। বন্দিরা এখন জেলে বিভিন্ন কাজকর্ম থেকে নিজেদের সৃজনশীল প্রতিভার বিকাশেও সুযোগ পায়। এটাই হালফিল জেল সম্বন্ধে মানুষের সাধারণ ধারনা।
কিন্তু এই পৃথিবীতে সাধারণ মানুষের জানার বাইরেও অনেক কিছুই রয়ে যায়। যেমন এই বিশ্বেই রয়েছে এমন এক জেল যেখানে বন্দিদের জন্য রয়েছে এলাহি বন্দোবস্ত। জেল নাকি পাঁচতারা হোটেল বোঝা মুশকিল।
নরওয়ের হ্যালডেনে রয়েছে এমনই এক বিশেষ জেল। তার রকমসকম মোটেই পাঁচতারা হোটেলের থেকে কিছু কম নয়। এই জেলে প্রত্যেক কয়েদির জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা আছে।
সেই ঘরের সঙ্গে পাওয়া যায় নিজস্ব বাথরুম এবং রান্নাঘরের সুবিধা। ঘরে বসার জন্য একটি সোফা এবং মনোরঞ্জনের জন্য টেলিভিশন দেওয়া হয়।
এখানেই শেষ নয়। এই জেলের ভিতরেই রয়েছে জিম, জগিং ট্র্যাক এবং যোগাসন করার জায়গা। এই প্রতিটি জায়গাই বন্দিরা একেবারে বিনামূল্যে ব্যবহার করতে পারে। তাছাড়া জেলে একটা বিশেষ ধরনের মিউজিক স্টুডিও রয়েছে। কয়েদিরা সেখানে ইচ্ছামত গানবাজনাও করতে পারে।
সবচেয়ে আশ্চর্যের বিষয়, নরওয়ে সরকার এই জেলের প্রত্যেক কয়েদির জন্য বছরে প্রায় ৮০ লক্ষ টাকা খরচ করে থাকে। এসব কারণেই বর্তমানে হ্যালডেন জেল বিশ্বের সবথেকে আরামদায়ক জেলগুলির মধ্যে অন্যতম বলে পরিচিতি লাভ করেছে।













