World

মাঝারি মাত্রার কম্পনেই শতাধিক বাড়িতে বড় বড় ফাটল

মাঝারি মাত্রার কম্পন খুব যে ভয়ংকর হয় তা নয়। কিন্তু তাতেও শতাধিক বাড়িতে ফাটল ধরে গেল।

ওয়াশিংটন : ভূমিকম্প প্রতিদিনই সারা বিশ্বের কোথাও না কোথাও হয়ে চলেছে। সাধারণত তীব্র কম্পন হয় কমই। তবে মৃদু ও মাঝারি মাপের কম্পন হয়। তেমনই একটি মাঝারি মাত্রার কম্পন যে শতাধিক বাড়িতে ফাটল ধরিয়ে দেবে তা বোধহয় অনুমেয় ছিলনা। কিন্তু বাস্তবে সেটাই হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা-য় মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয় স্থানীয় সময় সকাল ৮টা ৭ মিনিটে। কম্পনের মাত্রা ছিল ৫.১। যাকে মাঝারি মাত্রার কম্পন বলেই ধরা হয়। সেই কম্পন যে এমন ভয়ানক হতে পারে তা বোধহয় কল্পনাও করতে পারেননি সেখানকার বাসিন্দারা। কম্পনে সেখানকার শতাধিক বাড়িতে বড় বড় ফাটল ধরে গেছে। বাড়িগুলি বিপজ্জনক পরিস্থিতিতে পৌঁছে গেছে। বাসিন্দারা বেরিয়ে এসেছেন বাড়ি থেকে।

মার্কিন মুলুকের নর্থ ক্যারোলিনায় ভূমিকম্প পরিচিত নয়। সেখানে শতাধিক বছর আগে ১৯১৬ সালে সেই যে কম্পন হয়েছিল তার পর এটাই সবচেয়ে বড় কম্পন। যার মাত্রা ৫.১। ফলে বোঝাই যাচ্ছে এই এলাকার মানুষ কম্পনের সঙ্গে বড় একটা পরিচিত নন। সেখানে ৫.১ মাত্রার কম্পনেই প্রবল আতঙ্কের সৃষ্টি হয়। বহু মানুষ বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। খোলা জায়গায় হাজির হন।

কম্পনের উৎসস্থল ছিল মাটির ৯.১ কিলোমিটার নিচে। ফলে এই কম্পনকে অগভীর কম্পন হিসাবেই লিপিবদ্ধ করা হয়েছে। কম্পনের কেন্দ্রস্থল ছিল স্পার্টা নামে একটি শহর। বাড়িতে বড় বড় ফাটল তৈরি হলেও এই কম্পনের জেরে কোনও হতাহতের খবর নেই বলেই জানিয়েছে স্থানীয় প্রশাসন। অ্যালিগেনি কাউন্টির পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানেই অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে।

শতাধিক বাড়ির খোঁজ মিললেও আরও কোনও বাড়ির হাল বেহাল হয়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রশাসনের তরফে একটি দল গঠন করা হয়েছে। বেশ কিছু বাড়ির ফাটল এতটাই ভয়ানক যে সেখান থেকে সব বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিনের কম্পন নর্থ ক্যারোলিনা ও সাউথ ক্যারোলিনা সহ জর্জিয়ায় অনুভূত হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *