World

পদার্থবিদ্যায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

লিগো ডিটেক্টর, সহজ কথায় ব্ল্যাকহোল টেলিস্কোপ আবিষ্কারে উল্লেখযোগ্য অবদান ও মাধ্যাকর্ষণ তরঙ্গগুলির পর্যবেক্ষণে বিশেষ অবদানের জন্য ২০১৭ সালে পদার্থবিদ্যায় নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী রেনার ওয়েস, ব্যারি সি বারিস এবং কিপ এস থ্রোন। এদিন পুরস্কারের কথা ঘোষণা করে সুইডেনের রয়্যাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস।

বেশ কিছু বছর ধরেই একটি বিষয়ে একাধিকজনকে নোবেল পুরস্কারে ভূষিত করা হচ্ছে। ভাগ করে দেওয়া হচ্ছে পুরস্কার। ১৯১৬ সালে অ্যালবার্ট আইনস্টাইন তাঁর থিওরি অফ রিলেটিভিটিতে মাধ্যাকর্ষণ তরঙ্গ থাকার বিষয়ে সম্ভাবনা ব্যক্ত করেন। তবে তার বাস্তবিক কোনও প্রমাণ দাখিল আইনস্টাইন করতে পারেননি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

প্রায় শতবর্ষ পরে মাধ্যাকর্ষণ তরঙ্গ আবিষ্কার হয় হালে, ২০১৫ সালে। তারপর থেকেই তা নিয়ে পর্যবেক্ষণ চলছে। সেই পর্যবেক্ষণে এই ৩ বিজ্ঞানীর অবদান প্রশ্নাতীত বলেই মনে করছে নোবেল কমিটি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *