Lifestyle

অন্যের স্ত্রীকে চুরি করে বিয়ে করেন পুরুষরা, এটাই প্রথা

অন্যের স্ত্রীকে চুরি করে নিয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে আসল কেরামতি। পুরুষরা এটা সফলভাবে করতে পারলে তা মেনে নেয় সমাজ। তবে শর্ত আছে।

পৃথিবীতে কতই জনজাতি। কতই তো তাদের সামাজিক রীতি। এমনও কিছু রীতি রেওয়াজ রয়েছে যা নজর কাড়ে। এমনই একটি রীতি বউ চুরি। এই বউ চুরি এখানে রীতিমত পালন করা হয়। উৎসব করা হয়। এ জনজাতিতে কোনও নারী বা পুরুষের প্রথম বিয়েটা হয় বাড়ির বড়দের সিদ্ধান্তে। বিয়ে হয় কেবলমাত্র তুতো ভাইবোনের মধ্যেই। এটাই এখানকার রীতি।

সম্পর্কে তুতো ভাইবোন না হলে বিয়ে হবেনা। বড়ারা মেনে নেবেন না। কিন্তু একবার বিয়ে হয়ে গেলে তারপর কিন্তু বউ চুরি যাওয়ার সম্ভাবনা এবং সুযোগ ২টোই থাকে।

আফ্রিকার নিজার নামে দেশে একটি জনজাতি রয়েছে যাদের বলা হয় ওদাবে। এই ওদাবে জনজাতির মধ্যে এই বউ চুরির প্রথা প্রচলিত। তা বলে যখন তখন চুরি করে নিয়ে গেলে হবেনা।

এই জনজাতিতে প্রতিবছর একটি উৎসব পালিত হয়। গেরেওল উৎসব নামে ওই উৎসবের সময় অন্যের স্ত্রীকে যদি কোনও পুরুষের পছন্দ হয় তাহলে তিনি তাঁকে চুরি করতে পারেন। কিন্তু চুরি করার সময় ওই নারীর স্বামী জানতে পারলে হবেনা।


স্বামীর নজর এড়িয়ে তাঁর স্ত্রীকে যদি ওই উৎসব চলাকালীন কোনও পুরুষ চুরি করে নিয়ে যেতে পারেন তাহলে সমাজ তাঁকে ওই নারীকে বিয়ে করার অনুমতি দেয়। ওদাবে জনজাতিতে তখন সেই সম্পর্ক বৈধ বলে বিবেচিত হয়।

ফলে যে পুরুষ চাইছেন না তাঁর স্ত্রীকে অন্য কোনও পুরুষ চুরি করে নিয়ে যান, তিনি উৎসবের সময় স্ত্রীকে চোখে চোখে রাখেন। আর যদি ওই নারীকে অন্য কোনও পুরুষের পছন্দ হয় তাহলে তাঁকে তার মধ্যেও চুরি করে নিয়ে যাওয়াটাই চ্যালেঞ্জ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button