World

নদীর ধারে মিলল ২২৬ কেজি রান্না করা পাস্তা, কীভাবে এল এত পাস্তা

পাস্তা এখন আর শুধুই ইতালির খাবার নয়, এখন তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। তেমনই রান্না করা ২২৬ কেজি পাস্তা মিলল নদীর ধারে।

নদীর ধারে গাছপালা পাওয়া যায়। বাড়ি থাকে। অপরূপ প্রকৃতি পাওয়া যায়। কিন্তু নদীর ধারে রান্না করা পাস্তা পাওয়া যায় কি? উত্তরটা না। কিন্তু সেটাই তো পাওয়া গেল।

সামান্য পরিমাণ পড়ে থাকলে ধরে নেওয়া যেত কেউ নদীর ধারে বসে পাস্তা খাচ্ছিলেন এবং পুরোটা না খেতে পেরে ফেলে গেছেন। কিন্তু যে পরিমাণ রান্না করা পাস্তা পাওয়া গেল তাতে একটা বড় নিমন্ত্রণের ভোজ হতে পারে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

নদীর ধার থেকে ২২৬ কেজি পাস্তা উদ্ধার হয়েছে। যা দেখে শহর প্রশাসনও মাথায় হাত দিয়েছে। এত পাস্তা এল কোথা থেকে? কে ফেলে গেল? কেনই বা এত পাস্তা রান্না করা হয়েছিল আর তা ফেলে যাওয়া হল নদীর ধারে?

যদি না ব্যবহারই করবে তাহলে তা জঞ্জালে ফেলে দেওয়াও তো যেত? নদীর ধারই কেন? যদিও এসব প্রশ্নের একটাও উত্তর মেলেনি। রহস্যজনক এই পাস্তা এল কোথা থেকে তারই খোঁজ চলছে।

নিউ জার্সি শহরের একটি নদীর ধারে এই পাস্তার খোঁজ মিলেছে। প্রায় ২৫ ফুট এলাকা জুড়ে স্তূপাকৃতি করে এই পাস্তা ফেলে যাওয়া হয়েছিল। যা পরিস্কার করতে হিমসিম খেতে হয় নগর প্রশাসনকে।

এখন এটাই একমাত্র জানার যে এটা কে বা কারা ফেলে গেল? আর তাদের উদ্দেশ্য কি ছিল? এজন্য তদন্তও শুরু করেছে পুলিশ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *