Kolkata

বিমানবন্দর উড়িয়ে দেওয়ার ফোনে আতঙ্ক


কাণ্ডটা শুরু হয়েছিল মঙ্গলবার রাত থেকেই। যা বুধবার সকালেও অব্যাহত রইল। সূত্রের খবর, মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ কলকাতা বিমানবন্দরে ২টি ফোন আসে। একটি করা হয়েছিল কলকাতা থেকে। অন্যটি গুয়াহাটি থেকে। ফোনে হুমকি দেওয়া হয় মানব বোমা দিয়ে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে। দ্রুত ব্যবস্থা নেয় সিআইএসএফ। নিয়ে আসা হয় স্নিফার ডগ। শুরু হয় বিমানবন্দর জুড়ে খানা তল্লাশি। সব গাড়ি পরীক্ষা করা হয়। রাতভর তল্লাশি চালু থাকে। এরপর বুধবার সকালে ফের একটি ফোন আসে কলকাতা বিমানবন্দরে। ফের ফোনে বোমাতঙ্কের হুঁশিয়ারি দেওয়া হয়। ফের জোরদার করা হয় তল্লাশি। প্রতিটি গাড়ি তল্লাশি করে সুরক্ষা বাহিনী। যদিও বেলা পর্যন্ত কোনও কিছু পাওয়া যায়নি।







Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *