শেষ হল ১৫ মাসের লড়াই। হার মানলেন নীরজ ভোরা। ২০১৬ সালের অক্টোবর মাসে মস্তিষ্কে পক্ষাঘাতের ফলে অসুস্থ হয়ে পড়েন বলিউডের অন্যতম সফল পরিচালক-অভিনেতা-চিত্রনাট্যকার নীরজ। এরপর কোমায় চলে যান তিনি। হাসপাতাল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বন্ধু প্রযোজক ফিরোজ নাদিদওয়ালার বাড়িতে। সেখানে প্রিয় বন্ধু নীরজের জন্য একটি ঘরকে হাসপাতালের আইসিইউ-এর সমতুল করে তোলেন ফিরোজ। তাঁর সেই চেষ্টাও বিফলে গেল। মাত্র ৫৪ বছর বয়সে সবাইকে ছেড়ে চলে গেলেন ফির হেরা ফেরির পরিচালক নীরজ।
৯০-এর দশকের মাঝামাঝি সময়ে খ্যাতির আলোয় আসেন নীরজ। সৌজন্যে সেই সময়কার সুপারহিট সিনেমা ‘রঙ্গিলা’। আমির খান অভিনীত এই ছবির চিত্রনাট্য নীরজের লেখা। অক্ষয় কুমারের ‘খিলাড়ি ৪২০’ সিনেমা দিয়ে তাঁর পরিচালক হিসাবে বলিউডে পদার্পণ। এছাড়া অভিনেতা হিসাবে বহু মনোগ্রাহী চরিত্রাভিনয়ের সঙ্গে নীরজের নাম জড়িত। দর্শকরা চোখবুজলেই যে ছবির নামগুলি ভেসে আসে তার মধ্যে বাদশাহ, বোল বচ্চন, মন, সত্যা, কোম্পানি, পুকার, জঙ্গ, দৌড়, ওয়েলকাম ব্যাক কয়েকটি। ২০১৬ সালের শুরুতেই স্ত্রীকে হারান নীরজ। তারপর থেকেই তাঁর শারীরিক ও মানসিক অবস্থা ভেঙে পড়তে থাকে। এরপর ওই বছরের অক্টোবরেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এদিন ভোর ৪টে নাগাদ মুম্বইয়ের আন্ধেরির সিটি কেয়ার হসপিটালে তাঁর মৃত্যু হয়। নীরজ ভোরার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তাঁর সহ-অভিনেতা থেকে শুরু করে বলিউডের তাবড় কলাকুশলীরা।