National
কচ্ছে পাক নৌকার খোঁজ
ফের ভারতীয় জলসীমায় পাকিস্তানের নৌকা। শুক্রবার গুজরাটের কচ্ছ এলাকায় একটি পরিত্যক্ত পাক নৌকা উদ্ধার করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। নৌকায় প্রচুর পরিমাণে অস্ত্রের খোঁজ পাওয়া যায়। এই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের কচ্ছের কাছে শনিবার অন্য একটি পাক পরিত্যক্ত নৌকার খোঁজ পেলেন উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা। এভাবে বারবার ভারতীয় জলসীমায় পাক নৌকার খোঁজ পাওয়ার পিছনে পাক অনুপ্রবেশের লাগাতার চেষ্টা স্পষ্ট বলে মনে করছে ভারতীয় সেনা।
এদিকে কচ্ছ এলাকায় লুকিয়ে ভারতের একটি সেনা ছাউনির ছবি তোলার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সেনা।