World

বন্দুকবাজের হানা, রুখলেন ভারতীয় সাহসীনি

Bhumika Patel Georgiaআমেরিকার দোকানে বন্দুকবাজের লুঠের চেষ্টা রুখলেন ভারতীয় যুবতী। ঘটনাটি মঙ্গলবারের। ওই দিন ক্রিশ্চিয়ান থর্নটন নামে ১৭ বছর বয়সী এক বন্দুকবাজ হানা দেয় জর্জিয়ার ডিপার্টমেন্টাল স্টোরে।

ভূমিকা প্যাটেল নামে ভারতীয় যুবতী তখন কর্মরত দোকানের ক্যাশ কাউন্টারে। ক্রিশ্চিয়ান একটি পানীয়ের ক্যানের দাম দেওয়ার সময় বন্দুক উঁচিয়ে আক্রমণ করে ভূমিকাকে। প্রাথমিক ঝটকা কাটিয়ে ভূমিকা নিজের চেহারার প্রায় দ্বিগুণ বহরের ক্রিশ্চিয়ানকে টেনে টেবিলের ওপর ফেলে। এরপর শুরু হয় টেবিলের ড্রয়ার খুলে উত্তম মধ্যম। মার খেয়ে ক্রিশ্চিয়ান পালানোর সময় ভূমিকা হাতের নাগালে থাকা হাতুড়ি ছোঁড়ে তার দিকে। তখন পালিয়ে গেলেও পুলিশ পরে গ্রেফতার করেছে ক্রিশ্চিয়ান থরটনকে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button