National

ফের উপনির্বাচনে বিজেপির ভরাডুবি, যোগীর গড়েই গেরুয়া পতন

একটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র তথা খাসতালুক হিসাবে পরিচিত গোরক্ষপুর লোকসভা। অন্যটা উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য-র ফুলপুর লোকসভা আসন। এই দুই কেন্দ্রে উপনির্বাচন সংগঠিত হচ্ছে। দুটিই ছিল বিজেপির দখলে। কিন্তু যা প্রবণতা তাতে উপনির্বাচনে মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর কেন্দ্রই হাতছাড়া হচ্ছে বিজেপির। যা অবশ্যই ভারতীয় রাজনীতির জন্য একটা বড় খবর।

যোগী আদিত্যনাথের খাসতালুক গোরক্ষপুরেও যে বিজেপি হারতে পারে তা স্বপ্নেও ভাবেননি বিজেপির তাবড় নেতাও। সেই গোরক্ষপুরে সমাজবাদী পার্টির প্রবীণ কুমার নিসাদ অনেকটাই এগিয়ে গেছেন। অন্যদিকে বিজেপির দখলে থাকা ফুলপুর লোকসভা আসনে এগিয়ে আছেন সপা-র নগেন্দ্র প্রতাপ সিং প্যাটেল। দুটি কেন্দ্রেই সপার এই সাফল্যের পিছনে অবশ্য সপা-বসপা কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামাকেই আসল কারণ হিসাবে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *