National

স্বামীর যৌনাঙ্গ কেটে কমোডে ফেলে ফ্লাশ করে দিলেন স্ত্রী!

Published by
News Desk

স্বামীর সাথে অন্য কোনও নারীর অবৈধ সম্পর্ক আছে। অনেকদিন ধরেই সন্দেহ ছিল স্ত্রী সুখবন্ত কউরের। স্ত্রী থাকতেও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্বামী। এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। তাই শাস্তি দিতে মনে মনে ফন্দিও আঁটছিলেন। সেই ফন্দির ভয়াবহতায় রীতিমত অবাক পঞ্জাবের জলন্ধরের যোগিন্দর নগর এলাকার মানুষজন।

গত সোমবার রাতে নিজের ঘরে ঘুমচ্ছিলেন আজাদ সিং নামে ওই ব্যক্তি। অভিযোগ, সেইসময় প্রথমে ঘুমন্ত স্বামীকে অচৈতন্য করতে তাঁর মাথায় রড দিয়ে আঘাত করেন তাঁর স্ত্রী। তারপর তিনি স্বামীর পুরুষাঙ্গটি কেটে নেন। এরপর কেটে নেওয়া পুরুষাঙ্গ নিয়ে সোজা শৌচাগারে চলে যান ওই মহিলা। তারপর কমোডে রক্তমাখা পুরুষাঙ্গ ফেলে ফ্ল্যাশ করে দেন।

প্রবল রক্তক্ষরণ হতে থাকে আজাদ সিংয়ের। ক্রমশ অবস্থার অবনতি হতে থাকে। গত মঙ্গলবার সংকটজনক অবস্থায় আজাদ সিংকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। আহত ব্যক্তির বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুখবন্ত কউরের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

Share
Published by
News Desk