National

পাঠানকোট হামলায় পাক যোগের প্রমাণ দিল ওয়াশিংটন

পাঠানকোট হামলায় সরাসরি হাত ছিল পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-এ-মহম্মদের। হামলার পুরো প্রক্রিয়াটা পাকিস্তান থেকে বসে নিয়ন্ত্রণ করে জৈশ নেতারা। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে পাঠানকোটে হামলা চালানো ৪ জঙ্গির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখত তারা। তাদের যাবতীয় কথোপকথন ও বার্তা এবার তথ্যপ্রমাণ হিসাবে ভারতের হাতে তুলে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় এক হাজার পাতার তথ্য প্রমাণ সম্বলিত এই ডসিয়ার এনআইএ-র হাতে তুলে দিয়েছে ওয়াশিংটন। যা থেকে আরও পরিস্কার হল পাঠানকোট হামলায় পাক যোগ। পাকিস্তানের জন্য এই তথ্যপ্রমাণ অস্বস্তির কারণ হল বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। কারণ পাঠানকোটে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে হামলার পিছনে পাক যোগ নেই বলেই দাবি করে আসছিল নওয়াজ প্রশাসন। সামনেই সার্ক সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তার ঠিক আগে মার্কিন এই তথ্যপ্রমাণ ভারতের হাতে আসাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। গত জানুয়ারিতে রাতের অন্ধকারে আচমকাই বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ৪ জঙ্গি। ভারতীয় সেনার সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয়। গুলিতে মৃত্যু হয় ৭ ভারতীয় সেনা জওয়ানের। পাল্টা গুলিতে ৪ জঙ্গিকেও খতম করে সেনা। জৈশ নেতা মাসুদ আজহারই এই ঘটনার মাস্টারমাইন্ড বলে প্রথম থেকে দাবি করে আসছে ভারত।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *