National

যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে শয়ে শয়ে গাড়ি

প্রবল বৃষ্টির জেরে থমকে গেল দিল্লি-গুরগাঁও জাতীয় সড়ক। যানজটের চেহারা নজিরবিহীন বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গুরুত্বপূর্ণ ৮ নম্বর জাতীয় সড়কের ওপর এই যানজটে ১৫ ঘণ্টা ধরে ঠায় গন্তব্যে পৌঁছনোর জন্য অপেক্ষা করছেন এমন মানুষও রয়েছেন। পুলিশ বারবার ঘোষণা করছে যাতে আর কেউ এই রাস্তায় না ঢোকেন। যানজট কিভাবে খুলবে তাও বুঝে উঠতে পারছেনা পুলিশ। পুলিশের তরফে জানান হয়েছে প্রবল বৃষ্টিতে রাস্তার ওপরই কয়েক জায়গায় বন্যার মত জল জমে রয়েছে। ফলে গাড়ি প্রায় এগোচ্ছেই না। এদিকে ব্যস্ত রাস্তায় গাড়ির বিরাম নেই। ফলে যানজট ক্রমশ ভয়ংকর আকার নিয়েছে। এখন যা পরিস্থিতি তাতে কতক্ষণে জট ছাড়বে তা পরিস্কার নয়। চলছে শ্রাবণ মাস। এ সময়ে দেশ জুড়েই শিবের মাথায় জল ঢালার প্রচলন রয়েছে। বহু ভক্ত উত্তরাখণ্ড থেকে গঙ্গাজল নিয়ে শিবের মাথায় ঢালতে এই রাস্তা দিয়েই ফেরেন। তাঁদের অনেক গাড়ি রাস্তায় আটকে। আটকে এনএসজি কমান্ডোদের গাড়িও। এছাড়া বাস, গাড়ি, বাইক তো রয়েইছে। যানজটে এভাবে আটকে পড়া অধৈর্য মানুষজনের মতে এমন যানজট আগে কখনও দেখেননি তাঁরা। এদিকে এই ঐতিহাসিক যানজট নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। যানজটের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিকে আঙুল তুলেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button