National

অসমে বন্যা পরিস্থিতি ভয়ংকর, বিপর্যস্ত উত্তরাখণ্ড

প্রবল বন্যায় অসমে মৃত্যু হল আরও ১ জনের। এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়াল ৭। এখন পর্যন্ত প্রায় ৬ লক্ষ মানুষ গৃহহীন। ব্রহ্মপুত্র নদ থেকে শুরু করে রাজ্যের প্রায় সবকটি নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। অসমের ১৪টি জেলার ১২০৬টি গ্রাম জলের তলায় চলে গেছে। জোরহাট, লখিমপুর, গোয়ালপাড়া ও তিনসুকিয়ার অবস্থা সবচেয়ে শোচনীয়। রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট দফতরের তরফে জানান হয়েছে, লখিমপুরে ১ ব্যক্তির এদিন জলে ডুবে মৃত্যু হয়েছে। শুধু লখিমপুরেই ৫০ হাজার মানুষ বন্যাদুর্গত। ১৩০টি গ্রাম এখানে জলের তলায় চলে গেছে। রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্লাবিত এলাকা পরিদর্শন করেন। ত্রাণ পরিষেবা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে অসমের পাশাপাশি উত্তরাখণ্ডেও বন্যা পরিস্থিতি সংকটজনক। বহু এলাকায় একটানা বৃষ্টিতে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে। অধিকাংশ রাস্তা বন্ধ। বন্ধ বদ্রিনাথ সহ বিভিন্ন তীর্থক্ষেত্রের ভ্রমণ। এখানেও বহু মানুষকে ত্রাণ শিবিরে জায়গা নিতে হয়েছে। ধস নেমে অনেক এলাকা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button