World

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন কে পি ওলি। কিছুদিন আগেই তাঁর জোট সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে প্রচণ্ড নেতৃত্বাধীন মাওপন্থী নেপাল কমিউনিস্ট পার্টি। এরপরই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে নেপাল কংগ্রেস ও নেপাল কমিউনিস্ট পার্টি। নেপালের সংসদে সেই অনাস্থা ভোটাভুটিতে হার প্রায় নিশ্চিত হয়ে পড়ে ওলির। তাই সেই পর্যন্ত অপেক্ষা না করে এদিনই পদত্যাগ করেন তিনি। ওলির দাবি ভাল কাজের খেসারত দিয়ে সরতে হল তাঁকে। এদিকে ওলির পদত্যাগে খুশি ভারত। কারণ সম্প্রতি ভারত ও চিনের সঙ্গে সম্পর্ক ভাল করার নামে ওলি চিনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি শুরু করেছিলেন। যা ভারত কখনই ভাল চোখে নিচ্ছিল না। এদিকে শেষ ১০ বছরে এই নিয়ে ৮টা সরকার দেখল নেপাল। ওলির পদত্যাগের পর ফের শুরু হল নতুন সরকার গঠনের তোড়জোড়। বর্তমান পরিস্থিতিতে মাওপন্থী নেপাল কমিউনিস্ট পার্টি নেতা পুষ্পকমল দহল বা প্রচণ্ডই সম্ভবত দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *