National

সেলফির মারণ নেশা, শিউরে ওঠা ভিডিও ভাইরাল


হায়দরাবাদের ভরতনগর। এখানেই পড়ন্ত বিকেলে এক যুবককে দেখা যাচ্ছে ট্রেন লাইনের পাশেই দাঁড়িয়ে আছেন। তুলছেন সেলফি। পিছন দিক থেকে ছুটে আসছে লোকাল ট্রেন। ফ্রেমটিকে পারফেক্ট করার চেষ্টা চালাচ্ছেন শিবা নামে ওই যুবক। ট্রেন তখন অনেকটাই কাছে। ফ্রেমের বাইরে থাকা কেউ সতর্ক করলেন তাঁকে। সরে আসতেও বললেন। কিন্তু সেকথায় কান না দিয়ে তখন পারফেক্ট সেলফির নেশায় বুঁদ শিবা। বরং হাত উঁচিয়ে আঙুল দিয়ে ট্রেনের দিকে দেখানোর চেষ্টা করলেন তিনি। আর ঠিক সেই সময়েই দ্রুত গতির ট্রেন ধাক্কা মারল তাঁকে। স্বভাবতই উল্টে পাল্টে গেল ফ্রেম।


এমনই এক ভয়ংকর ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। শিউরে ওঠার মত ভিডিওটি একটি জলজ্যান্ত প্রমাণ সেলফির নেশা কি ভয়ংকর ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এই সমাজে। শিবা মারা যাননি। তাঁর মাথায় আঘাত ভয়ংকর। সংকটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যায় আরপিএফ। আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন সেলফি প্রেমী শিবা।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *